নির্বাচনকে ঘিরে বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ-সহিংসতার পাশাপাশি অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকি বাড়তে পারে। সেজন্য ঝুঁকি এড়াতে বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছে যুক্তরাষ্ট্র।
গতকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে 'লেভেল-২ অ্যাডভাইজরি' বা বাড়তি সতর্কবার্তা জারি করা হয়।
স্টেট ডিপার্টমেন্টের ওই সতর্কবার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হচ্ছে। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে অপরাধ ও সন্ত্রাস বেড়ে যাওয়ায় কিছু এলাকা আগের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
তবে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষেত্রে লেভেল-৩ সতর্কবার্তা জারি করা হয়। সাম্প্রদায়িক সহিংসতা, অপরাধ, সন্ত্রাস, অপহরণসহ অন্যান্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে পার্বত্য এলাকায় ভ্রমণের সিদ্ধান্ত মার্কিন নাগরিকদের পুনর্বিবেচনা করতে বলেছে যুক্তরাষ্ট্র।
স্টেট ডিপার্টমেন্ট বলেছে, ২০২৪ সালের জানুয়ারির আগে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। রাজনৈতিক দলের সমাবেশ ও অন্যান্য নির্বাচনী কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভের মাত্রা তত বাড়বে। তাই বাংলাদেশ ভ্রমণকারীদের সতর্কতা অবলম্বন করা উচিত। তাদের মনে রাখা উচিত, শান্তিপূর্ণ সমাবেশও সংঘর্ষ-সহিংসতায় রূপ নিতে পারে।
এছাড়া ভ্রমণকারীদের জনাকীর্ণ এলাকায় পকেটমারদের সম্পর্কে সচেতন হতেও বলেছে স্টেট ডিপার্টমেন্ট।