মালবাহী ট্রেন সিগন্যাল না মানায় ভৈরবের দুর্ঘটনা: বাংলাদেশ রেলওয়ে
ভৈরবে দুটি ট্রেনের সংঘর্ষের কারণ হিসেবে মালবাহী ট্রেনের সিগন্যাল না মানার কথা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ে প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে এ তথ্য জানায়।
আজ সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেসে একটি মালবাহী ট্রেন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়েরেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা ডেইলি স্টারকে দ্য ডেইলি স্টারকে বলেছেন, ভৈরব রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে এগারসিন্দুর গোধূলি ট্রেনটি ছেড়ে যাওয়ার পরপরই স্টেশনের আউটারে মালবাহী ট্রেনের ধাক্কায় দুর্ঘটনা কবলিত হয়। এ সময় রেলের সিগন্যাল অমান্য করা মালবাহী ট্রেনের ধাক্কায় এগারসিন্দুর এক্সপ্রেসের দুটি বগি যাত্রীসহ উল্টে যায়।
ইতোমধ্যেই এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে। আহতদের সংখ্যা অন্তত ১০০ জন হতে পারে।
দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। এছাড়া পুলিশ সদস্যরা এতে যুক্ত হয়েছেন।