সুষ্ঠু নির্বাচনের জন্য সবসময় শতভাগ অনুকূল পরিবেশ নিশ্চিত করা যায় না: ইসি আহসান হাবিব
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. আহসান হাবিব খান বলেছেন, সবসময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য শতভাগ অনুকূল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয় না।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি নিয়ে গণমাধ্যম সম্পাদকদের কাছে যে ধারণাপত্র পাঠিয়েছেন, সে বিষয়ে প্রতিক্তিয়া জানানোর সময় ইসি হাবিব বলেন, 'ধারণাপত্রে বলা হয়েছে, অনূকূল পরিবেশ প্রত্যাশা করা হয়েছিল। সেটা এখনও হয়ে উঠে নাই বলা হচ্ছে। সবসময় কি ভোটের অনুকুল পরিবেশ থাকে? আপনি দেখবেন, অতীতে যে ভোটগুলো হয়েছে সেখানে আপনারা কি হান্ড্রেড পার্সেন্ট পারফেকশন দেখেছেন। পরিবেশ কি সবসময় অনূকুলে ছিল!'
গণমাধ্যমের সংবাদে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের বিষয়ে 'নেতিবাচক ধারণাপত্র' ধারণা দিয়েছেন। তবে সিইসির ধারণাপত্রে'র বিরুদ্ধে মতামত জানিয়েছেন ইসির একাধিক কমিশনার। ফলে বিষয়টি নিয়ে ইসিতে দেখা দিয়েছে মতভেদ।
অন্তত দুজন নির্বাচন কমিশনার বলছেন, সিইসির ধারণাপত্রের ওই মূল্যায়ন একান্তই ব্যক্তিগত। এর সঙ্গে নির্বাচন কমিশনের কোনো সম্পর্ক নেই। অন্য নির্বাচন কমিশনাররা এ বিষয়ে কিছুই জানেন না এবং তারা সিইসির মূল্যায়নের সঙ্গে একমতও নন।
এই বিষয়ে সিইসির বক্তব্য চাওয়া হলেও তিনি গণমাধ্যমে কোন কথা বলতে রাজি হননি।
মঙ্গলবার (২৪ অক্টোবর) নির্বাচন কমিশন ভবনে এবিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহসান হাবিব খান বলেন, 'আমার কথা হচ্ছে, আমাদের মধ্যে সমন্বয়হীনতা নাই। অবশ্যই নির্বাচনের পরিবেশ আছে। অবশ্যই দেশে ভোটের পরিবেশ আছে।' ধারণাপত্রটি সব নির্বাচন কমিশনারের মতামতের প্রতিফলন নয়।
আহসান হাবিব খান অভিযোগ করেন, 'আপনারা (সাংবাদিকরা) একজন কমিশনারকে আরেকজন কমিশনারের মুখোমুখি করিয়ে দিচ্ছেন। অবশ্যই আমি মনে করি, প্রত্যাশিত যে পরিবেশ তা এখনও সৃষ্টি হয়নি। এটা কিন্তু এখন নয়, প্রত্যেক নির্বাচনের আগে এমন ঘটনা ঘটে, যা কেউ বলার সৎসাহস রাখে না। সবার এমন সাহস থাকে না।'