পারলেন না লিটনও, ৫৮ রানেই ৫ উইকেট হারালো বাংলাদেশ
দলীয় ৩০ রানে ভাঙনের যে সুর বেজে উঠেছে, তা আর থামছে না। দক্ষিণ আফ্রিকার দারুণ বোলিংয়ের বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ এবার লিটন কুমার দাসকেও হারালো, ২২ রান করে কাগিসো রাবাদার শিকারে পরিণত হন তিনি।
বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৫৮ রানেই ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ এখন ধুঁকছে। ২০ ওভারে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৭২ রান। মাহমুদউল্লাহ রিয়াদ ১৫ ও মেহেদী হাসান মিরাজ ৬ রানে ব্যাটিং করছেন।
১২ রানের ব্যবধানে নেই ৪ উইকেট, এবার থামলেন মুশফিক
হঠাৎ দিক হারিয়ে বসা বাংলাদেশ ২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে মহা বিপদে পড়ে যায়। দক্ষিণ আাফ্রিকার পেসার মার্কো ইয়ানসেন এক ওভারেই তুলে নেন দুই উইকেট, বাকি উইকেটটি নেন লিজাড উইলিয়ামস। এবার তোপ দাগলেন জেরাল্ড কোয়েটজে, তার শিকার মুশফিকুর রহিম।
৩৮৩ রানের বিশাল লক্ষ্য পাড়ি দিতে নেমে ১২ রানের ব্যবধানে ৪ উইকেটে হারিয়ে সাকিব আল হাসানের দল এখন বড় হারের শঙ্কায়। খাদের কিনারে চলে যাওয়া দলের হয়ে লড়ছেন লিটন কুমার দাস ও মাহমুদউল্লাহ রিয়াদ। ১৪ ওভার শেষে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৫৫ রান। লিটন ২১ ও মাহমুদউল্লাহ ৬ রানে ব্যাটিং করছেন।
৭ বলে ৩ উইকেট হারিয়ে দিকহারা বাংলাদেশ
লক্ষ্য যেখানে ৩৮৩, সেখানে কিনা ৩১ রানেই নেই ৩ উইকেট। বিশাল এই লক্ষ্য পাড়ি দেওয়া কঠিন পথ, কিন্তু নিজেদের মতো করে অন্তত লড়াই করা নিশ্চয়ই সম্ভব। কিন্তু বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের শুরুটা যেমন হলো, লড়াই করার পথও ইতোমধ্যে কঠিন হয়ে উঠেছে।
৬ ওভারে বিনা উইকেটে ৩০ রান তোলা বাংলাদেশ ৩১ রানের মধ্যে হারালো তিন উইকেট। সপ্তম ওভারের প্রথম দুই বলে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে দেন পোটিয়া পেসার মার্কো ইয়ানসেন। পরের ওভারে সাকিব আল হাসানকে সাজঘর দেখিয়ে বাংলাদেশের বিপদ আরও বাড়ান লিজাড উইলিয়ামস।
৭ বলে ৩ উইকেট হারানো দলকে পথ দেখানোর চেষ্টায় লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম। দ্রুত উইকেট হারানোয় রান তোলার গতি একেবারেই কমে গেছে বাংলাদেশের। ১০ ওভার শেষে ৩ উইকেটে তাদের সংগ্রহ ৩৫ রান। লিটন ১২ ও মুশফিক ৩ রানে ব্যাটিং করছেন।