আইপিএলে স্যামি ও থিসারাকে ‘কালু’ ডাকা হতো
'কালু' নামে ডাকলে ভালোই লাগতো ড্যারেন স্যামির। ক্যারিবীয় অলরাউন্ডার ভাবতেন 'কালু' মানে তেজী ঘোড়া। তাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাজার্স হায়দরাবাদে খেলার সময় তাকে ও শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরাকে এই নামে ডাকলেও এ নিয়ে মাথা ঘামাতেন না স্যামি।
দীর্ঘদিন পর 'কালু' শব্দের অর্থ জানতে পেরেছেন দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক। 'কালু' বর্ণবাদী ডাক; এটা জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েছেন স্যামি।
যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম উত্তাল। বিশ্ব ক্রীড়াঙ্গনের অনেকের মতো প্রতিবাদ জানিয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটাররাও। এদের মধ্যে অন্যতম ড্যারেন স্যামি। ওই ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছেন তিনি।
বর্ণবাদী আচরণের বিরুদ্ধে সব সময়ই সোচ্চার থাকলেও স্যামি নিজেই জানতেন না যে, তিনিও এর শিকার। নিজের অভিজ্ঞতার কথা ইনস্টাগ্রামে বর্ণনা করে তিনি বলেছেন, 'আমি মাত্র জানতে পারলাম 'কালু' শব্দের অর্থ। আইপিএলে সানরাইজার্সের হয়ে খেলার সময় এই নামে ডাকা হতো।'
স্যামি লিখেছেন, 'আমাকে ও থিসারা পেরেরাকে ওই নামে ডাকত তারা। আমি ভেবেছিলাম, এটার মানে তেজী ঘোড়া। কিন্তু আমার আগের পোস্ট থেকে জানতে পারলাম এটির অর্থ ভিন্ন এবং আমি খুবই ক্ষুব্ধ।'
স্যামির স্বদেশী ক্রিস গেইলও কদিন আগে বর্ণবাদ নিয়ে কথা বলেন। ক্যারিবীয় এই ব্যাটিং দানব জানান, তিনিও বর্ণবাদের শিকার হয়েছেন বিভিন্ন সময়ে। তার ইঙ্গিতও ছিল আইপিএলের দিকে।