লা লিগায় থাকবে ‘গ্যালারি ভর্তি’ দর্শক
করোনাভাইরাসের ধাক্কা সামলে মাঠে ফিরেছে ফুটবল। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে বুন্দেসলিগা। অন্যান্য লিগগুলোও ফেরার অপেক্ষায়। কিন্তু এতে দর্শকদের আনন্দিত হওয়ার তেমন কোনো কারণ নেই। কারণ মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ নেই। টেলিভিশনেই দেখতে হচ্ছে খেলা।
টেলিভিশনে খেলা দেখে আগের মতো মজা মিলছে না। ক্যামেরা ধরলেই দেখা যাচ্ছে দর্শকহীন গ্যালারি। গোলের পর নেই সেই হই-হুল্লোড়, চিৎকার-চেচামেচি। এ কারণে বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে লা লিগা। টেলিভিশনে লা লিগার ম্যাচে দর্শকভর্তি গ্যালারি দেখা যাবে। থাকবে দর্শকদের চিৎকার-চেচামেচিও।
অবাক করার মতো তথ্য হলেও এমনই হচ্ছে। তবে লা লিগা কর্তৃপক্ষ দর্শকদের মাঠে আসার অনুমতি দিচ্ছে না। অন্যান্য জায়গার মতো লা লিগাতেও দর্শকশূন্য মাঠে খেলা অনুষ্ঠিত হবে। কিন্তু যারা টেলিভিশনে খেলা দেখবেন, তারা দেখতে পারবেন দর্শকভর্তি গ্যালারি। দেখা যাবে দর্শকদের সেই উল্লাস-হইচইও।
এটা করতে প্রযুক্তির ব্যবহার নিচ্ছে লা লিগা। ফুটবলের গেম ফিফা বা ভিডিও গেমসে যেভাবে মাঠভর্তি দর্শক দেখানো হয়, লা লিগার ম্যাচেও সেভাবে দর্শক দেখানো হবে। অর্থাৎ, ভার্চুয়াল দর্শক দেখানো হবে। গোলের পর বাস্তবে দর্শকরা যেভাবে উল্লাসে মাতেন, এখানেও দেখা যাবে তেমন দৃশ্য।
নরওয়ের ভিআইজেডআরটি নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠানকে দিয়ে এসব ব্যবস্থা করেছে লা লিগা। দর্শকের হইচই শব্দ যোগ করার দায়িত্বে থাকবে ফিফা গেমসের নির্মাতা ইএ স্পোর্টস ফিফা। কেবল গোলের পরই নয়, ফাউল, আক্রমণের সময়সহ অন্যান্য মুহূর্তের প্রয়োজনীয় শব্দও থাকবে। এ জন্য লা লিগার অডিও লাইব্রেরি ব্যবহার করা হবে।
বিষয়টির বর্ণনা দিয়ে লা লিগা এক বিবৃতিতে বলেছে, 'কোভিড–১৯ মহামারীতে ভিন্ন অবস্থা তৈরি হয়েছে। লিগ স্থগিত হওয়ার আগে যেমন পরিবেশ ছিল, তেমন পরিবেশ পাওয়া যাবে না। এ কারণেই আমরা ম্যাচগুলোকে সেইভাবে সম্প্রচার করব, যেটায় আগের আবহ থাকে।'
করোনার ছোবলে অন্যান্য লিগের মতো লা লিগার খেলাও দীর্ঘদিন বন্ধ ছিল। প্রায় তিন মাসের বিরতির পর লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সার্জিও রামোস, করিম বেনজেমাদের লিগ আগামী বৃহস্পতিবার মাঠে গড়াতে যাচ্ছে।