ইরাকে মূল ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার শুরু করছে স্পেন
চলতি গ্রীষ্মেই ইরাকের বিসমায়াহ অঞ্চলে অবস্থিত 'গ্রান ক্যাপিটান' ঘাঁটি থেকে সকল সেনা প্রত্যাহার করতে চায় স্পেন। ইরাকে এটি স্পেনের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। মার্কিন কোয়ালিশনের অংশ হিসেবে দেশটিতে মোতায়েন করা ৫৩০ জন স্পেনীয় সেনার মধ্যে সাড়ে ৩শ জনই এই ঘাঁটিতে অবস্থান করছে।
এসব সেনারা মার্কিন নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে ইরাকি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণের মিশন- বিল্ডিং পার্টনার ক্যাপাসিটিতে অংশ নিয়েছে। মিশনের লক্ষ্য অর্জিত হওয়ায় এখন তাদের প্রত্যাহার করা শুরু হয়েছে বলে স্পেনের প্রতিরক্ষা সূত্র জানিয়েছে। খবর এল পাইসের।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় চলতি বছরের শেষ নাগাদ বা ২০২১ সালের শুরুর দিকে আফগানিস্তান থেকেও তাদের সকল সেনা প্রত্যাহারের পরিকল্পনা করেছে। তালেবান-যুক্তরাষ্ট্র চুক্তির আওতায় আগামী ১৪ মাসের মধ্যেই আফগানিস্তান থেকে সকল বিদেশি সেনা প্রত্যাহার করার কথা ন্যাটো সদস্যদের। মার্কিন সেনাদের আগেই স্পেন তার সামরিক বাহিনীর সদস্যদের দেশটি থেকে প্রত্যাহার করে নিতে চায়।
২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ইরাকের 'গ্রান ক্যাপিটান' ঘাটিতে ইরাকি সেনাবাহিনীর ১৭টি ব্রিগেড এবং ইরাকি ফেডারেল পুলিশের ১০টি ব্রিগেডকে প্রশিক্ষণ দিয়েছে স্পেন। প্রশিক্ষিত জনবলের আকার ৫০ হাজার জনেরও বেশি ।
এর আগে গত শনিবার স্পেনের সশস্ত্র বাহিনী দিবসে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্পেনের রাজা চতুর্থ ফিলিপের সঙ্গে কথা বলেন ইরাকে অবস্থান করা স্পেনীয় সেনাদলের প্রধান কর্নেল গার্সিয়া ডেল ক্যাস্টিলো।
এসময় তিনি রাজাকে জানান, কয়েকটি ধাপে এখানে আমাদের মিশনের লক্ষ্য অর্জিত হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে ইরাকি নিরাপত্তা বাহিনী প্রতিদিনই আরও দক্ষ হয়ে উঠছে। এই দক্ষতা কাজে লাগিয়ে তারা দায়েশ (আইএসআইএসের আরবি নাম) সন্ত্রাসীদের চূড়ান্তভাবে পরাজিত করতে সক্ষম হবে বলেই আমি বিশ্বাস করি।
রাজা চতুর্থ ফিলিপ এরআগে ২০১৯ সালের জানুয়ারিতে ইরাকের বিসমায়াহতে অবস্থিত সেনাঘাঁটিটি সফর করেন। এসময় তিনি কর্নেল ডেল ক্যাস্টিলোর সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানিয়েছিলেন।