‘আশা করি, কয়েক দিনেই আমার রেকর্ড ভেঙে দেবে’- কোহলিকে শচিন
বলিউডের কোনো অনুষ্ঠান, সঞ্চালনার দায়িত্বে সালমান খান। দর্শক সারিতে বসা শচিন টেন্ডুলকারকে সালমানের প্রশ্ন, 'কী মনেহয় আপনার, আপনার রেকর্ড কেউ ভাঙতে পারবে?' ভারতের ব্যাটিং বিস্ময়ে উত্তর, 'এই রুমেই বসা আমাদের ইয়াং স্টাররা, দেখতে পাচ্ছি আমি। আমার মনে হয় কোহলি ও রোহিত ভাঙতে পারে। যদি কোনো ভারতীয় আমার রেকর্ড ভাঙে, আমি কিছু মনে করব না।'
বিরাট কোহলি, রোহিত শর্মারা তখন তরুণ, তবে সম্ভাবনাময়। এই দুই ব্যাটসম্যানের মধ্যে শচিন সব ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখেছিলেন। ভারতের তিন ফরম্যাটের নেতৃত্বে থাকলেও রোহিত ব্যাট হাতে কাজটি করতে পারেননি, সেই সম্ভাবনাও কম। তবে নিজের আইডলের বলা কথা বাস্তবে রূপ দিলেন কোহলি, বেশ কয়েক বছর আগে শচিনের বলা কথাই সত্যি হওয়ার পথে। লিটল মাস্টার এবং কিং কোহলি; দুজনই এখন ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরির মালিক।
ব্যাট হাতে রাজত্ব করে আসা শচিন অনেক রেকর্ডের মালিক। এর মধ্যে একটি ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরির কীর্তি। ২০১২ সাল থেকে রেকর্ডটি তার দখলে। অবশেষে তার সঙ্গী হলেন কোহলি। রোববার কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০১ রানের ইনিংস খেলে শচিনের পাশে নাম বসিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। দেশ থেকে সঙ্গী পেয়ে আনন্দিত শচিন বললেন, আগামী কয়েক দিনের মধ্যেই কোহলি তার রেকর্ড ছাড়িয়ে যাবেন।
নিজের ৩৫তম জন্মদিনে ৪৯তম ওয়ানডে সেঞ্চুরি করা কোহলিকে অভিনন্দন জানিয়েছেন শচিন। তার আশা আগামী কয়েক দিনের মধ্যেই রেকর্ডটি নিজের করে নেবেন প্রিয় অনুজ। সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলির একটি ছবি পোস্ট করে ভারতের এই কিংবদন্তি লিখেছেন, 'ভালো খেলেছো বিরাট। ৪৯ থেকে ৫০-এ যেতে আমার ৩৬৫ দিন লেগেছিল। আশা করি তুমি আগামী কয়েক দিনের মধ্যেই ৪৯ থেকে ৫০-এ গিয়ে আমার রেকর্ডটা ভেঙে দেবে। অভিনন্দন।'
শচিনকে আদর্শ মানেন কোহলি, কিংবদন্তির সঙ্গে নিজের তুলনায় বিব্রত হন তিনি। তার মতে ইতিহাসের সবচেয়ে পূর্ণাঙ্গ ব্যাটসম্যান শচিন। যাকে দেখে খেলা শুরু, তার রেকর্ডে ভাগ বসিয়ে কোহলি তাই আবেগাপ্লুত হয়ে যান। ম্যাচশেষে শচিনের অভিনন্দন বার্তার কথা জানালে কোহলি বলেন, 'টেন্ডুলকারের বার্তা বিশেষ কিছু। গ্রহণ করার জন্য এটা আমার কাছে অনেক বড় কিছু।'
'নিজের হিরোর রেকর্ডে ভাগ বসানো আমার জন্য অনেক বড় সম্মানের। ব্যাটিংয়ের ব্যাপারে তিনি নিখুঁত। এটা আবেগের মুহূর্ত। আমার মনে আছে, আমি কেমন দিন পার করে এসেছি। তাকে (টেন্ডুলকার) টিভিতে দেখার দিনগুলো আমার মনে আছে। তার কাছ থেকে এমন প্রশংসা পাওয়া আমার কাছে অনেক বড় কিছু।' যোগ করেন কোহলি।