ভর্তি জালিয়াতিতে ঢাবির ৬৯ শিক্ষার্থী বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ৬৯ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত শৃঙ্খলা পরিষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী।
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করায় আজকের সভায় আমরা এই ৬৯ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি তাদের কেনো স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিতে বলা হয়েছে। ভর্তি জালিয়াতির সাথে জড়িয়ে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করবে তাদের ব্যাপারে সবসময়ই আমাদের জিরো টলারেন্স থাকবে।”
অধ্যাপক গোলাম রাব্বানী জানিয়েছেন, বহিষ্কৃতরা সবাই ২০১২-২০১৩ শিক্ষাবর্ষ থেকে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। এ তালিকার মধ্যে যারা পাশ করে বের হয়েছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এর আগে ঢাবির ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ও জালিয়াতির অভিযোগে গত ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের ৮৭ শিক্ষার্থীসহ ১২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছিল সিআইডি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, মঙ্গলবারের সভায় বহিষ্কৃতরা সবাই সিআইডির চার্জশিটভুক্ত আসামী।
পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৩১ জনকে শাস্তি
বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এই সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় আরও ৩১ শিক্ষার্থীকে নানা মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রাব্বানী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “আমরা আরও ৩১ শিক্ষার্থীকে নানা মেয়াদে শাস্তি দিয়েছি। এই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বন করেছে।”