খসরুসহ চার বিএনপি নেতা কারাগারে, জামিন নামঞ্জুর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলটির চার নেতাকে পৃথক তিনটি মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড শেষে গতকাল (৯ নভেম্বর) কারাগারে পাঠানো হয়েছে।
বিএনপির অন্য তিন নেতা হলেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ব্যারিস্টার শাহজাহান ওমর এবং এর মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন।
ঢাকা মহানগর হাকিম রশিদুল আলম ও মোহাম্মদ শেখ সাদী বিএনপি নেতাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ৩ নভেম্বর আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানের বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তার আগে একই এলাকা থেকে জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করা হয়।
এর পরের দিন, ২৮ অক্টোবর পুলিশ কনস্টেবল আমিরুল হক হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আমির খসরু মাহমুদ চৌধুরী ও জহির উদ্দিন স্বপনের বিরুদ্ধে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার আদালত।
আদালত সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর নয়াপল্টনে দলের মহাসমাবেশে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে কনস্টেবল আমিরুল হক নিহত হন।
রোববার (৫ নভেম্বর) মধ্যরাতে আটক হন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
এদিকে, গত ৪ নভেম্বর রাজধানীর নিউমার্কেট এলাকায় গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ব্যারিস্টার শাহজাহান ওমরকে চার দিনের রিমান্ড শেষে গতকাল কারাগারে পাঠানো হলো।
এর আগে, গত ১ নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার পৃথক দুই আদালত।
মঙ্গলবার রাজধানীর শাহজাহানপুর থানায় নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা হয় এবং রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে ভাঙচুরের মামলায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করা হয়।
বিএনপি, জামায়াত ও অন্যান্য সমমনা দলগুলোর ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হলো আজ শুক্রবার (১০ নভেম্বর) ভোর ছয়টায়। এ সময়ে সারাদেশে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনার পাশাপাশি ১৩টিরও বেশি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
গতকাল কর্মসূচি শেষ হওয়ার আগেই বিএনপি ও সমমনা দলগুলো সরকারকে ক্ষমতাচ্যুত ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নতুন অবরোধ কর্মসূচি ঘোষণা করে।
গতকাল ভার্চুয়াল ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, রোববার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চতুর্থ ধাপের অবরোধ চলবে।