তেজগাঁওয়ে বহুতল ট্রাক টার্মিনাল নির্মাণে ডিএনসিসিকে জমি দিল দুই মন্ত্রণালয়
রাজধানীর তেজগাঁওয়ে বহুতল ট্রাক টার্মিনাল স্থাপনের জন্য দুই মন্ত্রণালয় থেকে ৫.১১ একর জায়গা পেল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ৩.৫ একর এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় তাদের মালিকানাধীন ১.৬১ একর জায়গা ডিএনসিসিকে বরাদ্দ দিয়েছে।
২০২০ সালের ৩০ ডিসেম্বর ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম ট্রাক মালিকদের সাথে এক বৈঠকে এই বহুতল টার্মিনাল স্থাপনের ঘোষণা দেন।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম রেজা টিবিএসকে বলেন, "দুটি মন্ত্রণালয় থেকে সাড়ে ৫.১১ একর জায়গা পাওয়া গেছে। এখন বহুতল টার্মিনাল নির্মাণে একটি প্রকল্প নেওয়া হবে। সেখানে প্রকল্পের কাঠামো, ব্যয়, অর্থায়নের উৎস ও বাস্তবায়নকাল নির্ধারণ করা হবে।"
জানা গেছে, এই বহুতল ট্রাক টার্মিনালের নকশা স্থাপত্য অধিদপ্তর প্রণয়ন করবে। গণপুর্ত অধিদপ্তর নির্মাণ কাজ বাস্তবায়ন করবে।
ডিএনসিসির একজন কর্মকর্তা বলেন, যে বহুতল টার্মিনাল হবে, সেখানে ২০০০ গাড়ি পার্ক করার ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে। আসা যাওয়ার মধ্য দিয়ে দিনে ৫০০০ গাড়ি পার্ক করা যাবে।
টার্মিনালটিতে ভূগর্ভস্থ ও ভূউপরিস্থ দুটো অংশই থাকবে। তবে মাটির উপরের অংশই হবে বেশি।
তবে এখনো পর্যন্ত টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত ছাড়া কোনো কিছুই চূড়ান্ত নয়। জাতীয় সংসদ নির্বাচনের পরে টার্মিনাল বিষয়ে কার্যক্রম নেওয়া হবে।
তেজগাঁওয়ের বর্তমান ট্রাক টার্মিনালে যতটা জায়গা রয়েছে, ট্রাক থাকে তারচেয়ে অনেক বেশি জায়গাজুড়ে। সাতরাস্তা থেকে কারওয়ান বাজার পর্যন্ত সড়ক এবং এর আশপাশের সড়কগুলোতে সবসময়ই ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এতে সাধারণ গাড়ি চলাচল অনেকটা দুঃসাধ্য হয়ে পড়ে।
উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক এই ট্রাক স্টান্ডকে একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আনার উদ্যোগ নিয়েছিলেন। ওইসময় কিছুটা উন্নতি হয়েছিলোও। কিন্তু ধীরে ধীরে এলাকাটি আগের অবস্থায় ফেরত যায়।
এ বিষয়ে বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসানুল কবির টিবিএসকে বলেন, তেজগাঁওয়ে একটি ট্রাক টার্মিনাল ট্রাক মালিক সমিতির দীর্ঘ দিনের দাবি। বহুতল ট্রাক টার্মিনাল নির্মাণ সেক্ষেত্রে ট্রাক মালিকদের জন্য আশাব্যঞ্জক খবর। সিটি কর্পোরেশন জায়গা পাওয়ার বিষয়টি ইতিমধ্যে মালিকদের অবহিত করেছে।
তিনি বলেন, "এই টার্মিনাল হলে যানজট হবে না। পাশাপাশি ঢাকার বাইরে থেকে যেসব ট্রাক পণ্য নিয়ে আসে সেগুলো নির্দিষ্ট জায়গায় নিরাপদ পার্কিং সুবিধা পাবে। চালক ও চালকের সহকারিরা বিশ্রাম নিতে পারবেন।"