গাজার আল-শিফা হাসপাতালে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র আল-শিফা হাসপাতালে ট্যাঙ্কসহ কমপক্ষে ১০০ ইসরায়েলি সেনা প্রবেশ করেছে বলে জানা গেছে।
হাসপাতালে অবস্থানরত প্রত্যক্ষদর্শী খাদের জানোন বিবিসিকে বলেছেন, "আমি হাসপাতালের ভিতরে ছয়টি ট্যাংক এবং শতাধিক কমান্ডো সৈন্যকে দেখেছি। তারা প্রধান জরুরি বিভাগে প্রবেশ করেছে; কিছু সৈন্য মুখোশ পরা ছিল এবং তারা আরবি ভাষায় চিৎকার করে বলছিল 'ডোন্ট মুভ' (নড়বেন না)।"
বিবিসির আরেক লাইভ আপডেটে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর ৫টা থেকে গাজার বৃহত্তম হাসপাতাল আল-শিফায় অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী।
হাজার হাজার রোগী ও বেসামরিক নাগরিক গাজার আল-শিফা হাসপাতালে আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ইসরায়েলি বাহিনীর অবরোধের মধ্যে তাদের সকলের জীবন ঝুঁকিতে।
মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আল-শিফায় বর্তমানে প্রায় ৭০০ রোগী, ৪০০ হাসপাতালের কর্মী এবং ৩,০০০ বেসামরিক নাগরিক অবস্থান করছেন।
গত কয়েকদিনে অবরুদ্ধ গাজাজুড়ে ব্যাপক হামলা ও লড়াইয়ের পর এই প্রথম সরাসরি আল-শিফা হাসপাতালে প্রবেশ করেছে সামরিক বাহিনী।
ইসরায়েলের দাবি, 'হামাসের বিরুদ্ধে সুনির্দিষ্ট টার্গেট' রেখেই এই অভিযান। এ লক্ষ্য স্থানীয় সময় গতরাত ২টায় আল-শিফায় অভিযান চালানোর ঘোষণা দেয় তারা। এ সময় হাসপাতালের বাইরে ইসরায়েলি সেনা মোতায়েন ছিল।
গাজায় বিবিসির প্রতিবেদক রুশদি আবু আলউফকে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শত শত সৈন্য হাসপাতালটিতে তাণ্ডব চালিয়েছে। এ সময় হাসপাতালের মাঠে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্কও রাখা ছিল।
ঠিক কতজন সৈন্য মোতায়েন করা হয়েছে এবং মিশনের তাৎক্ষণিক উদ্দেশ্য কী তা স্পষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, ইসরায়েল বরাবরই বলে আসছে, আল-শিফা হাসপাতালটিকে নিজেদের ঘাঁটি হিসাবে ব্যবহার করেছে হামাস। এবং এই হাসপাতালের নিচে তাদের একটি অপারেশন বেসও রয়েছে।