আল-শিফা হাসপাতালের বেসমেন্টে তল্লাশি চালিয়েছে ইসরায়েলি বাহিনী
গাজা উপত্যকায় অবস্থিত হাসপাতালগুলোর সাধারণ পরিচালক ডা. মুনির আল-বুরশ আল জাজিরাকে জানিয়েছেন, বুধবার ভোরে ইসরায়েলি বাহিনী আল-শিফা হাসপাতালের বেসমেন্টে তল্লাশি চালিয়েছে।
হাসপাতাল কমপ্লেক্সের মধ্যে অবস্থিত অস্ত্রোপচার কক্ষ ও জরুরি (ইমার্জেন্সি) বিভাগেও তারা প্রবেশ করে বলে জানান তিনি।
হাসপাতালের করিডোর ছেড়ে যাওয়ার চেষ্টা করলে সেখানে অবস্থানরত কিছু লোকের ওপর গুলি চালানো হয় বলেও তিনি দাবি করেন।
আল-বুরশ বলেন, "অথচ এ সময় হাসপাতালের ভেতর থেকে কিন্তু একটিও গুলি চলেনি।"
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র আল-শিফা হাসপাতালে বুধবার ট্যাঙ্ক সহ কমপক্ষে ১০০ ইসরায়েলি সেনা প্রবেশ করেছে বলে জানায় বিবিসি।
গত কয়েকদিনে অবরুদ্ধ গাজাজুড়ে ব্যাপক হামলা ও লড়াইয়ের পর এই প্রথম সরাসরি আল-শিফা হাসপাতালে প্রবেশ করলো ইসরায়েলের সামরিক বাহিনী।
ইসরায়েলের দাবি, 'হামাসের বিরুদ্ধে সুনির্দিষ্ট টার্গেট' রেখেই এই অভিযান। সে লক্ষ্যে স্থানীয় সময় গত রাত ২টায় আল-শিফায় অভিযান চালানোর ঘোষণা দেয় তারা। এ সময় হাসপাতালের বাইরে ইসরায়েলি সেনা মোতায়েন ছিল।
ইসরায়েল বরাবরই বলে আসছে, আল-শিফা হাসপাতালটিকে নিজেদের ঘাঁটি হিসাবে ব্যবহার করেছে হামাস। এবং এই হাসপাতালের নিচে তাদের একটি অপারেশন বেসও রয়েছে।
ফিলিস্তিনের বৃহত্তম চিকিৎসা কেন্দ্রে প্রবেশের পর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা আল জাজিরাকে বলেন, "এ হাসপাতালে কেবল ডাক্তার, রোগী এবং বাস্তুচ্যুত মানুষেরাই রয়েছে।"
"আমাদের ভয় পাওয়ার বা লুকানোর কিছুই নেই।"
গত মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, আল-শিফায় বর্তমানে প্রায় ৭০০ রোগী, ৪০০ হাসপাতালের কর্মী এবং ৩,০০০ বেসামরিক নাগরিক অবস্থান করছেন।