মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে রাজনৈতিক সহিংস বক্তব্যে পিটার হাসের উদ্বেগ
ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে রাজনৈতিক সহিংস বক্তব্য দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
আজ বুধবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে তিনি এ উদ্বেগ জানান।
বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত বলেন, "আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে, আমরা শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই।"
তিনি আরও বলেন, "আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে নই। একটি সুষ্ঠু নির্বাচন পরিস্থিতি তৈরি করতে আমরা সব পক্ষকে সহিংসতা পরিহার করে, কোনো পূর্বশর্ত ছাড়াই সংলাপের উপায় খুঁজে বের করার আহ্বান জানাচ্ছি।"
এর আগে, গত ৬ নভেম্বর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী পিটার হাসকে পেটানোর হুমকি দেন।
জানা যায়, তিনি ফেসবুক লাইভে এসে এমন বক্তব্য দিয়েছিলেন।
যুক্তরাষ্ট্র বলেছে, তারা আশা করে যেকোনো দেশের সরকার তাদের (যুক্তরাষ্ট্রের) কর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখতে সব ধরনের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।
ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ নেতা মুজিবুল হক চৌধুরীর দেওয়া হুমকির বিষয়ে জিজ্ঞাসা করা হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, "আমাদের কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা এবং আমাদের কূটনৈতিক সুযোগ-সুবিধাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি, এ ধরনের হিংসাত্মক বক্তব্য খুবই অসহায়ক।"
এ ঘটনায় গত ১০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।