বিশ্বকাপ ফাইনাল: কোহলির বিদায়ে চাপে ভারত
৫ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়া ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। অল্প সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ায় রান তোলার গতি কমে যায় দলটির। তবে এই দুই ব্যাটসম্যানের ব্যাটে ভালোভাবেই এগোছিল বিশ্বকাপের আয়োজকরা। কিন্তু এই জুটি ভেঙে আবারও ভারতের চাপ বাড়ালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
দলীয় ১৪৮ রানে সাজঘরে ফিরে গেছেন কোহলি। অফ স্টম্পের বাইরে কামিন্সের করা বুক সমান ডেলিভারিতে ব্যাট চালিয়ে ইনসাইড এজে বোল্ড হন আগের ম্যাচে ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরিতে শচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে রেকর্ড গড়া ডানহাতি এই ব্যাটসম্যান। ৬৩ বলে ৪টি চারে ৫৪ রান করেন কোহলি। ওয়ানডেতে এটা তার ৭২তম হাফ সেঞ্চুরি, বিশ্বকাপের ১২তম।
দাপুটে শুরুর পর দলীয় ৩০ রানে প্রথম উইকেট হারায় ভারত, ফিরে যান শুভমান গিল। তাকে হারানোর চাপ সহজেই কাটিয়ে তোলেন অধিনায়ক রোহিত শর্মা ও কোহলি। কিন্তু ৭০ পেরিয়ে হঠাৎ দিক হারায় তারা। দলীয় ৭৬ রানে ম্যাক্সওয়েলের বলে ক্যাচ তুলে আউট হন ৩১ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৪৭ রান করা রোহিত। ৫ রান পরই ফিরে যান শ্রেয়াস আইয়ার। টানা দুই সেঞ্চুরি করা ভারতের এই ব্যাটসম্যান ৩ বলে ৪ রান করেন।
চাপ তৈরি হওয়ার ধীর-স্থির ব্যাটিং করতে থাকেন কোহলি ও রাহুল। চতুর্থ উইকেটে ১০৯ বলে ৬৭ রানের জুটি গড়েন এ দুজন। কোহলির বিদায়ের পর রাহুলের সঙ্গে যোগ দিয়েছেন রবীন্দ্র জাদেজা। ৩২ ওভার শেষে ৪ উইকেটে ভারতের সংগ্রহ ১৬২ রান। রাহুল ৪৫ ও জাদেজা ৫ রানে ব্যাটিং করছেন।