পাবনা পুলিশ সুপার করোনাভাইরাসে আক্রান্ত
পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন।
পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে শারীরিক কোনো জটিলতা নেই তার।
অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সম্প্রতি জেলার পুলিশ সদস্যদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হলে পুলিশ সুপার নমুনা প্রদান করেন। শুক্রবার তার কোভিড-১৯-এর রিপোর্ট পজিটিভ আসে। তিনি বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন।
গৌতম কুমার বিশ্বাস আরও জানান, পুলিশ সুপারের সংস্পর্শে আসা সকল পুলিশ সদস্যের নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।