যুক্তরাষ্ট্রে রোনালদোর বিরুদ্ধে তিন ভক্তের মামলা
ক্রিশ্চিয়ানো রোনালদোকে অনুসরণ করেন কোটি কোটি মানুষ। শুধু বাস্তবিক জীবনেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও অনুসরণকারীর সংখ্যায় রোনালদোই সবার ওপরে।
পর্তুগিজ মহাতারকা যখন কোনো কিছু নিয়ে প্রচারণা চালান সেটির দিকে মানুষ ঝুঁকবে, এটিই স্বাভাবিক। কারণ প্রিয় তারকা কখনোই তার ভক্তদের এমন কিছু করতে বলবেন না, যা ক্ষতির কারণ হতে পারে।
তবে এবার সেরকম এক প্রচারণা করে বেশ কিছু ভক্তকে বিপদেই ফেলেছেন রোনালদো। বিতর্কিত ক্রিপ্টো কারেন্সি বিনান্সের প্রচারণা করায় রোনালদোর বিরুদ্ধে মামলা করেছেন তিন ভুক্তভোগী। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সিআর সেভেনের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।
মামলা যারা করেছেন তাদের দাবি, বিনান্সে বিনিয়োগ করে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর তাদের এই বিনিয়োগের পেছনে বড় ভূমিকা ছিল এই ক্রিপ্টোর হয়ে রোনালদোর প্রচারণা। এখন ক্ষতিগ্রস্ত হয়ে পর্তুগিজ মহাতারকাকেই দুষছেন তারা।