বিশ্ব অর্থনীতি ২০২০ পূর্বাভাস সূচক আরও কমাবে আইএমএফ
পূর্ব ধারণার চাইতেও বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ডে গভীর সঙ্কটের সূচনা করেছে কোভিড-১৯ মহামারি। একারণে গত এপ্রিলে দেওয়া বিশ্ব অর্থনীতির ৩ শতাংশ সংকোচনের পূর্বাভাসকে ফের সংশোধন করবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ।
ওয়াশিংটনভিত্তিক দাতা সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা জানান, তার সংস্থা চলতি ২০২০ সালের পূর্বাভাসকে আরও কমাতে পারে। অর্থাৎ, জিডিপি সংকোচনের আকার বাড়তে চলেছে।
সংশোধনের পর নতুন পূর্বাভাস সূচক প্রতিবেদন আগামী ২৪ জুন প্রকাশিত হবে। প্রতিবেদনে নানা দেশের চরম প্রতিবন্ধকতাপূর্ণ অর্থনৈতিক চিত্র উঠে আসবে। গতপরশু ১৩ জুন আইএমএফের ওয়েবসাইটে প্রকাশিত তার এক বক্তব্যের সূত্রে এসব কথা জানা গেছে।
আইএমএফ প্রধান বলেন, যেসব তথ্য আমাদের হাতে আসছে তার ওপর ভিত্তি করে আগামীর পূর্বাভাস আরও নিম্নমুখী হতে পারে। এর মানে হচ্ছে, ইতোপূর্বে বেশিরভাগ দেশের অর্থনীতি নিয়ে আমরা যতটুকু ইতিবাচক প্রত্যাশা করেছিলাম, তা ভঙ্গ হতে চলেছে। প্রকৃতপক্ষে তাদের অর্থনীতি আরও মন্দাবস্থার দিকেই ধাবিত হচ্ছে।
তিনি বলেন, অল্প সংখ্যক কিছু দেশের অর্থনীতি তুলনামূলক ভালো করলেও, চলমান সঙ্কটের মাঝে তাদের জিডিপি প্রবৃদ্ধির মাত্রা মহামারি পূর্ব অবস্থানের চাইতে বাড়েনি। 'প্রকৃত অর্থনীতির ভিত্তিমূলে করোনাভাইরাসের মহামারি শক্তিশালী আঘাত হেনেছে' বলেও যোগ করেন ক্রিস্টালিনা জর্জিয়েভা।
আইএমএফের হিসাবে, মহামারি পরিস্থিতির কারণে বিশ্বের ১০ কোটি মানুষ নতুন করে চরম দারিদ্র্যের শিকার হবে। এছাড়াও, চাকরি হারানো নিয়ন্ত্রণে রাখাসহ আর্থ-সামাজিক বৈষম্য নির্মূলে প্রভাবিত দেশগুলোর সরকারকে অতিরিক্ত তহবিল বরাদ্দ দিতে হবে।
আইএমএফ প্রধান একটি সার্বজনীন অর্থনৈতিক উত্তরণের স্বার্থে স্বাস্থ্য এবং শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন। এছাড়াও, তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রস্তুতি জোরদার করার প্রতি গুরুত্বারোপ করেছেন। নিম্ন আয়ের পরিবার এবং ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে উন্নত প্রযুক্তি এবং আরও সহজশর্তের আর্থিক পরিষেবার আওতায় আনারও আহ্বান জানান তিনি।