অধিনায়ক শান্তর প্রশংসায় পঞ্চমুখ হাথুরুসিংহে
দলে কারও না থাকা কারও কারও জন্য সুযোগ। যারা সুযোগটাকে খুব ভালো করে কাজে লাগাতে জানেন, নাজমুল হোসেন শান্ত তাদের একজন। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অবর্তমানে টেস্ট নেতৃত্ব পান বাঁহাতি এই ব্যাটসম্যান। টেস্ট অধিনায়কত্বের অভিষেকেই দারুণ নেতৃত্ব ও নিজে পারফরম্যান্স করে সামনে থেকে পথ দেখিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন শান্ত।
তার অধিনায়কত্ব ও নেতৃত্বগুণে মুগ্ধ বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে। দ্বিতীয় টেস্টের আগে শিষ্যকে প্রশংসায় ভাসালেন লঙ্কান এই কোচ। কৌশলগত দিক থেকে শান্তকে 'আপ টু দ্য মার্ক' মনে করেন হাথুরুসিংহে। ব্যাট হাতে পারফরম্যান্স করাসহ ফিল্ডিং সাজানো, বোলিং পরিবর্তন করায় শান্তর বিচক্ষণতা মুগ্ধ করেছে তাকে। তাই টেস্টের নিয়মিত অধিনায়কত্বে কোচের চোখে শান্ত শক্ত প্রতিদ্বন্দ্বী।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জিতে এগিয়ে থাকা বাংলাদেশের দৃষ্টি প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জেতা। সেটা হলে দীর্ঘতম ফরম্যাটে কিউইদের প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করার স্বাদও মিলবে। এই লক্ষ্যে কাল মাঠে নামছে স্বাগতিকরা। বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি ৬ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে।
ম্যাচের আগেরদিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে শান্তর অধিনায়কত্ব ও নেতৃত্ব নিয়ে করা এক প্রশ্নের উত্তরে হাথুরুসিংহে বলেন, 'অধিনায়কত্ব ও নেতৃত্ব দুটি ভিন্ন বিষয়। তার অধিনায়কত্ব অসাধারণ ছিল। কৌশলগত দিক থেকে সে একদম ঠিক জায়গায় ছিল। খেলায় সে বেশিরভাগ সময় এগিয়ে ছিল। তার ফিল্ড প্লেসিং চমকার ছিল। কখনও কখনও সেটা অপ্রচলিত, তবে খুবই কার্যকর।'
'সে যেভাবে নেতৃত্ব দিয়েছে, সেটা অসাধারণ ছিল। নিজের পারফরম্যান্স দিয়ে সে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। সে সম্মান আদায়ে করে নিয়েছে এবং মান তৈরি করেছে। আমার মনে হয় তার ভবিষ্যত অনেক লম্বা হবে। তবে তাকে অধিনায়ক (দীর্ঘমেয়াদে) করা হবে কিনা, সেটা বোর্ডের সিদ্ধান্ত। তবে নিয়মিত অধিনায়কত্বের দৌড়ে সে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী।' যোগ করেন হাথুরুসিংহে।
১৫০ রানে জয় পাওয়া সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৩৭ রান করা শান্ত দ্বিতীয় ইনিংসে খেলেন ১০৫ রানের দারুণ এক ইনিংস। এই ইনিংস দিয়ে নিজেদের টেস্ট রেকর্ডে নতুন পাতা যোগ করেছেন তিনি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট অধিনায়কত্বের অভিষেকে সেঞ্চুরি করেন শান্ত।
এর আগে টেস্ট নেতৃত্বের অভিষেকে সর্বোচ্চ ইনিংস ছিল সাকিবের, ওয়েস্ট ইন্ডজের বিপক্ষে অপরাজিত ৯৬। দ্রুততম পাঁচটি টেস্ট সেঞ্চুরি করার রেকর্ডও এখন শান্তর দখলে, ২৪ টেস্টে পাঁচবার সেঞ্চুরির স্বাদ নিলেন তিনি। ২৬ টেস্টে পাঁচ সেঞ্চুরি করেন মুমিনুল। চার ইনিংসে তিন সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটসম্যানও শান্ত। নিজের সর্বশেষ ম্যাচে চলতি বছরের জুনে আফগানিস্তানের বিপক্ষে দুই ইনিংসেই সেঞ্চুরি করেন তিনি।