চট্টগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোররাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজির হাট এলাকায় রাবার ও নুড়ি বোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরেক ট্রাকের চালক।
নিহতরা হলেন- মোসলেম উদ্দিনের ছেলে মোহাম্মদ রুবেল (২৬) ও মোহাম্মদ আবদুর রশিদের ছেলে মোহাম্মদ আলমগীর (২৮)। তারা দুজনেই উপজেলার ভূজপুর থানার দাতমারা এলাকার বাসিন্দা।
আহত চালক নূর মিয়া বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজির হাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, মঙ্গলবার ভোররাত ৩টার দিকে নাজির হাট পুরাতন ব্রিজ এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক ও একজন হেলপার আহত হন।
তিনি বলেন, "স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন এবং অপরজনকে উন্নত চিকিৎসার জন্য সিএমসিএইচে পাঠানো হয়।"
ওসি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ট্রাক দুটোকে জব্দ করা হয়েছে।