২৮ বছর পর নিজ এলাকায় নির্বাচন করছেন রাশেদ খান মেনন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ২৮ বছর পরে জন্মভূমি বরিশাল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির প্রেসিডেন্ট রাশেদ খান মেনন। বরিশাল-২ ও বরিশাল-৩ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।
উল্লেখ্য, রাশেদ খান মেনন ১৯৭৯ ও ১৯৯১ সালে বরিশাল-৩ আসন থেকে এমপি নির্বাচিত হন। পরে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তবে এবার কোন আসন থেকে লড়বেন, সেই সিদ্ধান্ত এখনও নেননি তিনি।
এবারের নির্বাচনে তাদের প্রার্থীর জয়ের প্রত্যাশার বিষয়ে টিবিএসকে ওয়ার্কার্স পার্টির প্রেসিডেন্ট মেনন বলেন, 'নির্বাচন যারা করে, তারা জয়ের আশা করেই নির্বাচন করে—হেরে যাওয়ার জন্য নির্বাচন করে না। নির্বাচনে যা হওয়ার হবে। আমি দুটি আসনে মনোনয়ন নিয়েছি নির্বাচন করব একটি আসনে। আলোচনা করে ঠিক করব কোন আসনে নেব।'
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোটের অংশ ওয়ার্কার্স পার্টি। দ্বাদশ সংসদ নির্বাচনে সম্মানজনক আসন ভাগ চান দলটির প্রেসিডেন্ট মেনন।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর সঙ্গে বৈঠকের পর মেনন সংবাদমাধ্যমকে বলেন, 'জোটের পক্ষ থেকে একটা তালিকা দেওয়া হয়েছে, আগের চেয়ে কিছু আসন বেশি চেয়েছে ১৪ দল। জোটের মর্যাদা ও সম্মান রক্ষা করে যেন আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত হয়, সেটা নিয়ে আলোচনা হয়েছে।'
তিনি বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনকে দেশের গণতন্ত্র ও সংবিধান রক্ষার চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে।
দ্বাদশ সংসদ নির্বাচনে ৩৩টি আসনে প্রার্থী দিয়েছে ওয়ার্কার্স পার্টি।
নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ওয়ার্কার্স পার্টি ২০১৮ নির্বাচনে হাতুড়ি প্রতীকে ৮টি আসনে প্রার্থী দিয়ে ভোট পেয়েছিল ৬ লাখ ৬৪ হাজার ৬৪টি। এ সময় ৩টি আসনে জয়ী হয়েছে। আর ২০১৪-র নির্বাচনে ১৮টি আসনে প্রার্থী দিয়ে ভোট পেয়েছিল ৩ লাখ ৫৯ হাজার ৬২০টি, জয়ী হয় ৬টি আসনে। ২০০৮ সালে ৫টি আসনে প্রার্থী দিয়ে ২ লাখ ৬২ হাজার ৯৩টি ভোট পায়, জয়ী হয় ২টি আসনে। আর ১৯৯১-এর নির্বাচনে ৩৫টি আসনে প্রার্থী দিয়ে ভোট পেয়েছিল মাত্র ৬৩ হাজার ৪৩৪টি, ওইবার একটি আসনে জয় পায় দলটি।
১৯৯৬ ও ২০০১—কোনো নির্বাচনেই দলটি একটি আসনেও জিততে পারেনি।
দীর্ঘ বিরতির পর দলটি ২০০৮ সালের নির্বাচনে দুটি আসনে জয়লাভ করে সংসদে যেতে পারে। কিন্তু এ দুটি আসনে জয়ের জন্য তাদেরকে আওয়ামী লীগের সমর্থনের ওপর নির্ভর করতে হয়েছিল এবং আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ব্যবহার করতে হয়েছিল।
রাশেদ খান মেননের পৈতৃক বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলায়। বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার ইউনুসকে।
বরিশাল-৩ আসনে (বাবুগঞ্জ-মুলাদী) আসনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে বাবুগঞ্জ উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার খালেদ হোসেনকে। আর মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির (জাপা) বর্তমান সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুও মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাশেদ খান মেনন মনোনয়নপত্র জমা দেওয়ায় মহাজোটের রাজনীতির হিসাব-নিকাশ একটু জটিল হলো এখানে।