বিশ্বের সেরা ১০০ হাসপাতালের তালিকায় নেই বাংলাদেশের একটিও
চলতি বছর বিশ্বের সেরা ১০০ হাসপাতাল নিয়ে করা একটি র্যাংকিংয়ে ঠাঁই হয়নি বাংলাদেশের কোনো হাসপাতালের। তালিকায় দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে ভারতের মাত্র একটি হাসপাতালের জায়গা হয়েছে।
নয়া দিল্লিতে অবস্থিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস প্রথমবারের মতো বিশ্বের সেরা ১০০ হাসপাতালের তালিকায় ঠাঁই পেয়েছে।
সম্প্রতি আমেরিকার সংবাদবিষয়ক বিখ্যাত সাপ্তাহিক ম্যাগাজিন নিউজউইক বিশ্বের সেরা ১০০ হাসপাতাল নিয়ে এ র্যাংকিংটি প্রকাশ করে।
সেরা তিন হাসপাতালের তিনটিই মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। এগুলো হচ্ছে- মিনাসোটা রাজ্যে অবস্থিত দ্য মায়ো ক্লিনিক, ওহাইয়োতে অবস্থিত ক্লেভেল্যান্ড ক্লিনিক এবং বোস্টনে অবস্থিত ম্যাসাচুসেটস জেনারেল হসপিটাল।
তালিকায় সেরা দশে ইসরায়েল বাদে এশিয়ার একমাত্র দেশ হিসেবে সিঙ্গাপুরের একটি হাসপাতাল জায়গা করে নিয়েছে। সিঙ্গাপুর জেনারেল হসপিটালের অবস্থান র্যাংকিংয়ে ৮ নম্বরে। এছাড়াও দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল তালিকার ৩১ নম্বরে জায়গা পেয়েছে।
জাপানের সেরা হাসপাতাল হিসেবে সেন্ট লুকস ইন্টারন্যাশনাল হসপিটাল র্যাংকিংয়ে ১৬ নম্বরে জায়গা করে নিয়েছে। তবে ইউনিভার্সিটি অফ টোকিও হসপিটাল গতবছরের র্যাংকিংয়ে সেরা দশে থাকলেও এবার তা পিছিয়ে ১৮ নম্বরে চলে যায়। জাপানের কিয়োটো হসপিটালের অবস্থান র্যাংকিংয়ে ৪৫ নম্বরে। এছাড়াও সেরা ১০০ হাসপাতালের তালিকায় জাপানের আরও চারটি হাসপাতালের ঠাঁই হয়েছে।
এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ার সাতটি এবং থাইল্যান্ডের একটি হাসপাতাল সেরা ১০০ এর তালিকায় রয়েছে। এরমধ্যে দক্ষিণ কোরিয়ার আসান মেডিকেল সেন্টার র্যাংকিংয়ে ৩৭ তম এবং স্যামসাং মেডিকেল সেন্টার ৪২ তম স্থান দখল করেছে।
নিউজউইকের ওয়েবসাইটে জানানো হয়েছে, বিশ্বের ২১টি দেশের ১৬০০ হাসপাতালের ওপর জরিপ চালিয়ে মেডিকেল এক্সপার্টদের মতামত, রোগীদের ভোট এবং হাসপাতালের পারফরম্যান্সকে কয়েকটি সূচকে ভাগ করে এই র্যাংকিংটি করা হয়েছে।
নিউজউইক বলছে, এই ২১টি দেশ নির্ধারণ করা হয়েছে মূলত দেশগুলোতে মানুষের গড় আয়ু, জনসংখ্যার পরিমাণ, হাসপাতালের সংখ্যা এবং উন্মুক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে।
ম্যাগাজিনটি বলছে, তাদের ওয়েবসাইটে করা এই জরিপে অংশ নিতে ৭০ হাজার ডাক্তার, নার্স এবং হাসপাতালের সংশ্লিষ্ট লোকজনকে আমন্ত্রণ জানিয়েছিলো তারা। তবে জরিপে কতোজন অংশ নিয়েছে সে বিষয়টি তারা উল্লেখ করেনি।