চট্টগ্রামে ভারি বৃষ্টিপাত ও পাহাড় ধসের পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু এবং উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘের কারণে চট্টগ্রামে ভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
ভারি বর্ষণের কারণে চট্টগ্রামে পাহাড় ধস হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ বুধবার দুপুর ৩টায় পতেঙ্গা আবহাওয়া অফিসের সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত ওই বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় গভীর সঞ্চালনশীল মেঘের কারণে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির মাত্রা হতে পারে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার। এছাড়া ভারি বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে পাহাড় ধসও হতে পারে। এই অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
একইসঙ্গে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়।