২৪ ঘণ্টায় সারাদেশে ৭ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2023/12/12/370252629_1067474884452870_7123446068995648998_n.jpg)
বিএনপি ও জামায়াতের ডাকা সর্বশেষ ৩৬ ঘন্টার দেশব্যাপী অবরোধ শুরুর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে অন্তত ৭টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, এরমধ্যে ঢাকায় ছয়টি এবং ফেনীতে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত যানবাহনগুলোর মধ্যে ছয়টি বাস ও একটি প্রাইভেট কার রয়েছে।
এরমধ্যে চারটি অগ্নিসংযোগের ঘটনায় সাড়া দিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার (১১ ডিসেম্বর) বিকাল ৩টা ৩৫ মিনিটে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের কাছে কর্মসংস্থান ব্যাংকের একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এই আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে কোনো ব্যবস্থা নিতে হয়নি।
একই দিন সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আশুলিয়া কবিরপুর বাসস্ট্যান্ডে ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
রাত সাড়ে ৮টায় মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা; এবং রাত ৮টা ৪০ মিনিটে ফেনীর সালাউদ্দিন রোডে আরও একটি বাসে আগুন দেওয়া হয়। তবে এসব ঘটনায় ফায়ার সার্ভিসকে কোনো ব্যবস্থা নিতে হয়নি।
রাত ৯টা ৪৭ মিনিটে টিকাটুলির রাজধানী সুপার মার্কেটের সামনে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের একটি স্টাফ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়া, মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৩৮ মিনিটে রায়েরবাগ এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা; রাত ২টা ২১ মিনিটে খিলগাঁওয়ে (বনশ্রী মেইন রোড) ত্রিমোহনী ব্রিজের কাছে রাস্তার পাশে আরও একটি পরিত্যক্ত গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
গত ২৮ অক্টোবর থেকে আজ ১২ ডিসেম্বর পর্যন্ত, ফায়ার সার্ভিস ২৭৪টি অগ্নিসংযোগের তথ্য জানিয়েছে; এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২৭০টি যানবাহন এবং ১৫টি ভবন।