বাংলাদেশের ঋণের ৬৮৯ মিলিয়ন ডলারের ২য় কিস্তির অনুমোদন দিলো আইএমএফ
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের জন্য এর বরাদ্দকৃত ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের ৬৮৯ মিলিয়ন ডলারের দ্বিতীয় কিস্তি ছাড়ের অনুমোদন দিয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। অর্থ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম জানান, আইএমএফ-এর বোর্ডসভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার দ্বিতীয় কিস্তির অর্থ পাওয়া যাবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এর আগে ঋণের এ কিস্তি পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। কারণ ঋণের সঙ্গে জুড়ে দেওয়া আইএমএফ-এর কিছু শর্ত পূরণ করতে পারেনি বাংলাদেশ।
বহুপাক্ষিক ঋণদাতা গোষ্ঠীটির দেওয়া শর্তের মধ্যে ছিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো, জুনের মধ্যে কর-জিডিপি অনুপাত ০ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি, এবং ডিসেম্বরের মধ্যে জ্বালানি তেলের জন্য একটি ফর্মুলাভিত্তিক মূল্য সমন্বয় ব্যবস্থা গ্রহণ।
তবে নির্ধারিত সময়সীমার মধ্যে এসব শর্ত বাস্তবায়ন করা যায়নি।
এর আগে ৩০ জানুয়ারি ঋণের প্রথম কিস্তি অনুমোদন করে আইএমএফ। ২ ফেব্রুয়ারি বাংলাদেশ ৪৪৭.৮ মিলিয়ন ডলার পায়। ২০২৬ সাল পর্যন্ত সাড়ে তিন বছরে সাত কিস্তিতে আইএমএফ-এর ঋণের পুরো অর্থ বাংলাদেশকে দেওয়া হবে।