শক্তিশালী ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
শক্তিশালী ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। দুবাইতে আজ ভারতের যুবাদেরকে চার উইকেটে হারিয়েছে মাহফুজুর রহমান রাব্বির দল। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক আরব আমিরাত। অপর সেমি-ফাইনালে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে চমক দেখিয়েছে তারা।
ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ে বল হাতে ভূমিকা রেখেছেন মারুফ মৃধা, ব্যাট হাতে আরিফুল ইসলাম খেলেছেন গুরুত্বপূর্ণ ইনিংস।
ভারতের দেওয়া ছোট লক্ষ্যে তাড়া করতে নেমে অবশ্য শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় মাত্র ২ রানে প্রথম উইকেট হারায় যুবারা। কোনো রান না করেই ফেরেন জিশান আলম। দ্বিতীয় ও তৃতীয় উইকেটে ছোট ছোট দুটি জুটি হলেও ৩৪ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ।
এরপর থেকেই মূলত ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। যেখানে মূল ভূমিকা পালন করেন আরিফুল ইসলাম ও আহরার আমিন। চতুর্থ উইকেটে ১৩৮ রানের দুর্দান্ত জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। আরিফুল ব্যক্তিগত ৯৪ রানে আউট হওয়ার সময় বাংলাদেশের প্রয়োজন ছিল ১৭ রান। অসাধারণ ইনিংসটি নয় চার ও চার ছক্কায় ৯০ বলে খেলেছেন আরিফুল। দলের জয়ের জন্য যখন দুই রান প্রয়োজন তখন ৪৪ রানে আউট হন আহরার। তাতে বাংলাদেশের জয় পেতে কোনো সমস্যা হয়নি।
এর আগে প্রথমে ব্যাট করে ১৮৮ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। মুরুগান অভিষেক ৬২ ও মুশির খান ৫০ রান করেন। বাংলাদেশের পক্ষে ৪১ রানে চার উইকেট নিয়ে সেরা বোলার হয়েছেন মারুফ মৃধা।