মোংলা বন্দর দিয়ে প্রথমবারের মতো হিমায়িত আপেল আমদানি
বাগেরহাটের মোংলা বন্দর দিয়ে প্রথমবারের মতো মোট ৫১ টন হিমায়িত আপেল আমদানি করা হয়েছে।
এশিয়ান ফ্রুটস (বিডি) লিমিটেডের স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম চীন থেকে এসব আপেল আমদানি করেন।
লাইবেরিয়ান পতাকাবাহী এমভি মার্কস হাই ফং জাহাজে করে পরিবহন করা আপেলগুলো বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে খালাস করা হয়।
এর আগে ১৯ ডিসেম্বর মোংলা কাস্টমস, উদ্ভিদ সংঘনিরোধ অফিস এবং ট্রাফিক বিভাগের প্রতিনিধিদের উপস্থিতিতে চালানটির আইনগত পরীক্ষা হয়।
'বাগেরহাট এবং ঢাকার মধ্যে ফেরি যোগাযোগজনিত অসুবিধার কারণে ব্যবসায়ীরা আগে মোংলা বন্দর ব্যবহার করতে দ্বিধায় ছিলেন। তবে পদ্মা সেতু উদ্বোধনের পর সেতুটি ব্যবহার করে মোংলা বন্দর দিয়ে সরাসরি পণ্য আমদানি-রপ্তানির বিষয়ে ব্যবসায়ীদের আগ্রহ বেড়েছে,' বলেন বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী।
তিনি আরও বলেন, দক্ষ জাহাজ হ্যান্ডলিং, জেটির ভেতরে কনটেইনার স্টাফিং সুবিধা, পর্যাপ্ত সরঞ্জাম সুবিধা এবং সামগ্রিক নিরাপত্তার কারণে মোংলা বন্দর ব্যবসায়ীদের মধ্যে আকর্ষণীয় হয়ে উঠছে।