ইসরায়েলি বিমান হামলায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলের একটি বিমান হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, গাজার মধ্যাঞ্চলে মাঘাজি শরণার্থী শিবিরে এ হামলা চালায় ইসরায়েল। রোববার রাত থেকে অব্যাহত হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানান তাঁরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেন, মাঘাজিতে যাদের হত্যা করা হয়েছে তারা নারী ও শিশু। পার্শ্ববর্তী এলাকা আল-বুরেইজ ও আল-নুসারিয়াতে ইসরায়েলি ট্যাংকের গোলা নিক্ষেপ ও বিমান হামলায় আরও ৮ জন নিহত হন।
গাজার প্যারামেডিকরা জানান, খান ইউনিসে এক বিমান হামলায় আরও ২৩ জন নিহত হয়েছেন, এতে একরাতেই নিহতের সংখ্যা ১০০ জন ছাড়িয়ে গেছে।
১১ সপ্তাহে গড়িয়েছে হামাস-ইসরায়েল যুদ্ধ। এরমধ্যে অন্যতম এক ভয়াল রাত ছিল রোববারের। গাজার মধ্যাঞ্চলে গত মাঝরাত থেকে আজ সোমবার (২৫ ডিসেম্বর) পর্যন্ত টানা বোমা হামলা ও গোলাবর্ষণ বাড়িয়েছে ইসরায়েল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, হামলায় কার্যত ধুলোয় মিশে গেছে মাঘাজি শরণার্থী শিবির। সেখানে হৃদয়বিদারক দৃশ্য দেখা যায় হামলার পর। নিহত এক শিশুকে জড়িয়ে কাঁদছিলেন এক বাবা, অন্যান্য নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
হামলায় বেঁচে যাওয়া ওই ব্যক্তি বলেন, "রাত দুইটার দিকে হামলা শুরু হয়। বিস্ফোরণে ঘরের দেওয়াল ও পর্দা আমাদের গায়ের ওপর এসে পড়ে। এই অবস্থায়, আমি আমার চার বছরের সন্তানকে ধরতে হাত বাড়াই, কিন্তু ওকে পেলাম না, হাতে ঠেকলো শুধুই ইট-পাথর।"
যুদ্ধ শুরুর পরে রোববার রাতের হামলায় অন্যতম ভয়াবহ ছিল বলে জানিয়েছেন মধ্য গাজার অনেক বাসিন্দা।