ভুল করে বরফ জমা নদীতে নামল রাশিয়ার বিমান
রানওয়ের বদলে ভুল করে বরফ জমা নদীতে অবতরণ করেছে রাশিয়ার সোভিয়েত যুগের একটি যাত্রীবাহী বিমান। বিমানটিতে ৩০ জন যাত্রী ছিল। তবে তাদের কেউই হতাহত হননি।
রাশিয়ার ট্রান্সপোর্ট প্রসিকিউটররা জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে পোলার এয়ারলাইন্সের আন্তনভ-২৪ বিমানটি ইয়াকুতিয়া অঞ্চলের জাইরিয়াঙ্কার কাছে কোলাইমা নদীতে নিরাপদে অবতরণ করেছে।
ইস্টার্ন সাইবেরিয়ান ট্রান্সপোর্ট প্রসিকিউটরের এক মুখপাত্র জানান, পাইলটের ভুলের কারণেই বিমানটি জাইরিয়াঙ্কা বিমানবন্দর থেকে কিছুটা দূরে বরফজমা কোলাইমা নদীতে অবতরণ করেছে।
প্রসিকিউটররা বরফের নদীতে বিমানটির অবতরণের ছবি প্রকাশ করেছে। অন্যদিকে ইজভেস্তিয়া সংবাদপত্র বিমানটি থেকে নামা যাত্রীদের ছবি প্রকাশ করেছে।