২০২৬ পর্যন্ত আনচেলত্তির সঙ্গে চুক্তি বাড়াল রিয়াল মাদ্রিদ
কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হচ্ছেন, এমন গুঞ্জন ভেসে বেড়িয়েছে অনেকদিন। তবে সেলেকাও সমর্থকদের সেই স্বপ্ন আর পূরণ হচ্ছে না।
২০২৬ পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি বাড়িয়েছেন এই ইতালিয়ান কোচ। স্প্যানিশ ক্লাবটি বিষয়টি নিশ্চিত করেছে।
২০২৪ কোপা আমেরিকা থেকে ব্রাজিলের দায়িত্ব নেবেন আনচেলত্তি, এমন খবরই ছিল গণমাধ্যমে। আনচেলত্তি নিজেও ব্রাজিলের কোচ হওয়াকে বড় রকমের সম্মান হিসেবে দেখেন। সবমিলিয়ে ব্রাজিল ভক্তদের আশা ছিল, চারবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই কোচকে দিয়েই তাদের ষষ্ঠ বিশ্বকাপ ঘরে আসবে।
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন অঞ্চলে দুর্দশায় আছে ব্রাজিল। ছয় ম্যাচ শেষে মাত্র সাত পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে সেলেকাওরা। এবার আনচেলত্তিও যেহেতু আসছেন না, ব্রাজিলকে নতুন কিছুই ভাবতে হবে।