খুঁজে পাওয়া যাচ্ছে না বেনজেমাকে!
অনেক আশা নিয়ে করিম বেনজেমাকে মোটা অঙ্কের টাকা দিয়ে কিনেছিল সৌদি ক্লাব আল-ইত্তিহাদ। ফরাসি তারকার বেতনও ছিল আকাশছোঁয়া। কিন্তু সৌদি প্রো লিগে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না ব্যালন ডি'অর জয়ী এই তারকা স্ট্রাইকার।
ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসেরের কাছে হারের পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বেনজেমাকে। এমনকি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও মুছে ফেলেছেন সাবেই এই রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার।
তবে ভয় পাওয়া কিছু নেই। বেনজেমার এই নিখোঁজ হওয়ার ব্যাপারে জানে তার ক্লাব আল-ইত্তিহাদ। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা ও ফরাসি ক্রীড়া দৈনিক লে'কিপ জানিয়েছে, ক্লাব ম্যানেজমেন্ট থেকে তিন দিন ছুটি চেয়ে নিয়েছেন বেনজেমা।
সংবাদমাধ্যমগুলোতে আরও বলা হয়েছে, পায়ের চোটে পড়েছেন বেনজেমা। আল-ইত্তিহাদের চিকিৎসকদের পরামর্শ নিয়েই তিনি অনুশীলনে যাননি।