ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ ক্যান্সারে আক্রান্ত
কদিন আগেই চলে গেছেন ব্রাজিলের একাধিক বিশ্বকাপ জয়ের পেছনের অন্যতম কারিগর মারিও জাগালো, কালোমানিক পেলে তো বিদায় নিয়েছেন আরও এক বছর আগেই। জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারও মারা গেছেন সাম্প্রতিক সময়ে।
এবার জানা গেছে, ১৯৯৪ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো কোচ কার্লোস আলবার্তো পেরেইরা ক্যান্সারে আক্রান্ত। চার মাস আগে তার শরীরে এই রোগ ধরা পড়ে। পেরেইরার ক্যান্সারটিকে বলা হয় লিম্ফোমা, যা রক্তের সঙ্গে সম্পর্কিত।
পেরেইরার লিম্ফোমা ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরটি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তার পরিবারের বরাত দিয়ে বিবৃতিতে জানানো হয়েছে, পেরেইরাকে চার মাস ধরে কেমোথেরাপি দেওয়া হচ্ছে । এই চিকিৎসায় তার শরীর ভালোভাবে সাড়া দিচ্ছে বলেও জানানো হয়।
১৯৯৪ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জেতালেও এর আগে ১৯৮৩ সালেই সেলেকাওদের দায়িত্ব পান তিনি। যদিও মাত্র ১৪ ম্যাচ ডাগআউটে দাঁড়ানোর পরই সরে যেতে হয় তাকে। এরপর দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়ে ১৯৯৪ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোর মধ্য দিয়ে ২৪ বছরের খরা কাটান এই কোচ।