জিম্বাবুয়ের প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাস গড়লেন একজন বিমানচালক
জিম্বাবুয়ের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ড গড়েছেন আন্তুম নাকভি। ২৯৫ বলে অপরাজিত ৩০০ রানের ইনিংস খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। জিম্বাবুয়ের প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই প্রথম ট্রিপল সেঞ্চুরির ঘটনা।
রেকর্ড গড়া নাকভির জন্ম বেলজিয়ামে, মিড ওয়েস্ট রাইনোজের হয়ে হারারেতে এই কীর্তি গড়েছেন তিনি। ক্রিকেট খেলার পাশাপাশি নাকভি পেশায় বিমানচালকও।
৪৪৪ মিনিট ক্রিজে কাটিয়ে ২৯৫ বলে ৩০০ রানের ইনিংসটি খেলেছেন নাকভি। এই ইনিংসে ছিল ৩০টি চার ও ১০টি ছয়। নাকভির ট্রিপল সেঞ্চুরি হওয়ার পরপরই ইনিংস ঘোষণা করে দেয় মিড ওয়েস্ট রাইনোজ।
নাকভির এই ইনিংসের আগে প্রথম শ্রেণির ক্রিকেটে জিম্বাবুয়ের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রান ছিল ২৭৯। ১৯৬৭-৬৮ মৌসুমে দক্ষিণ আফ্রিকার কুরি কাপে ইনিংসটি খেলেছিলেন রে গ্রিপার।
এছাড়াও নাকভি দ্বিতীয় প্রবাসী ক্রিকেটার যিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছেন। এর আগে পানামায় জন্ম নেওয়া জর্জ হেডলি জ্যামাইকার হয়ে অপরাজিত ৩৪৪ রানের ইনিংস খেলেছিলেন।