ভারতীয় বিমানবাহিনীর নিখোঁজ বিমানের খোঁজ পাওয়া গেল ৮ বছর পর!
নিখোঁজের প্রায় আট বছর পর ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ বিমানের ধ্বংসাবশেষ আবিষ্কার করা হয়েছে। গত শুক্রবার (১২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
কে-২৭৪৩ নম্বর ফ্লাইট নম্বরসহ এএন-৩২ পরিবহন বিমানটি ২০১৬ সালের ২২ জুলাই সকাল সাড়ে ৮টায় চেন্নাইয়ের তাম্বারান বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। সকাল ১১টা ৪৫ মিনিটে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে বিমানটির অবতরণ করার কথা ছিল। বিমানে আট বেসামরিক নাগরিকসহ ২৯ জন লোক ছিল।
চেন্নাই উপকূল থেকে ২৮০ কিলোমিটার দূরে সকাল ৯টা ১২ মিনিটে বিমানটি ২৩ হাজার ফুট উচ্চতা থেকে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এর প্রায় আট বছর পর উপকূল থেকে ৩১০ কিলোমিটার দূরে একই এলাকায় বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, গত আট বছর ধরে নিখোঁজ ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ বিমানকে খুঁজে বের করার প্রচেষ্টা চলছিল। বিমান ও জাহাজ দিয়ে বড় আকারের তল্লাশি ও উদ্ধার অভিযান সত্ত্বেও কোনো নিখোঁজ কর্মী বা বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়নি।
তবে সম্প্রতি বিমানটি খুঁজে পেতে ভূবিজ্ঞান মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত 'ন্যাশনাল ইন্সটিটিউট অভ ওশান টেকনোলজি' গভীর সমুদ্রে অনুসন্ধান সক্ষমতাসহ একটি অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিকল (এইউভি) মোতায়েন করে।
মাল্টি-বিম সোনার (সাউন্ড অ্যান্ড নেভিগেশন রেঞ্জিং), সিনথেটিক অ্যাপারচার সোনার এবং হাই-রেজোলিউশন ফটোগ্রাফি ব্যবহার করে ৩,৪০০ মিটার গভীরতায় অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধানে চেন্নাই উপকূল থেকে ৩১০ কিলোমিটার দূরে সমুদ্রের তলদেশে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়।
গভীর সমুদ্রে তল্লাশি অভিযানের ছবি বিশ্লেষণ করে ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশান টেকনোলজি নিশ্চিত করেছে ধ্বংসাবশেষটি সম্ভবত বিধ্বস্ত এএন-৩২ বিমানের। কারণ ওই এলাকায় আর কোনো বিমান বিধ্বস্ত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।