বাংলাদেশ ও মরিশাসের বিজ্ঞানীরা ভারতের অ্যান্টার্কটিক অভিযানে
প্রথমবারের মতো বাংলাদেশের একজন এবং মরিশাসের দুই বিজ্ঞানী ৪৩তম অ্যান্টার্কটিক অভিযানে যোগ দিয়েছেন। আর এ অভিযানটির নেতৃত্ব দিচ্ছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চ (এনসিপিওআর)।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীরা বরফে ঢাকা এ মহাদেশ নিয়ে যৌথভাবে তিন থেকে চার মাস বৈজ্ঞানিক গবেষণা চালাবেন। তারা মেরুর অতি সুক্ষ্ম তারতম্য ও হিমায়িত পরিবেশের চ্যালেঞ্জগুলো বোঝার চেষ্টা করবেন।
ভারতের ভূ বিজ্ঞান মন্ত্রণালয় কলম্বো সিকিউরিটি কনক্লেভ (সিএসসি) দেশগুলোর বিজ্ঞানীদের এ মহাদেশ অভিযানের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে বাংলাদেশ ও মরিশাসের বিজ্ঞানীদের এ অভিযানে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।
বাংলাদেশ ও মরিশাসের বিজ্ঞানীদের পাশাপাশি মোট ২১ জন এ অভিযানে অংশ নিয়েছেন।