কোনো জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে বন্ধ থাকবে সেখানকার মাধ্যমিক স্কুল
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, যেসব জেলায় দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে, সেসব জেলায় মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখবে প্রশাসন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে মাউশি জানায়, 'দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।'
'এক্ষেত্রে যে সকল জেলায় দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে (সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণক অনুযায়ী) নেমে যাবে, সেখানকার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ রাখা হবে,' বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিদপ্তরের আঞ্চলিক উপ-পরিচালকেরা সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে না ওঠা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ রাখার নির্দেশনা দেবেন।
এদিকে আবহাওয়া অফিসের মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, মাদারীপুর, গোপালগঞ্জ, দিনাজপুর, বরিশাল ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু জায়গায় এ প্রবাহ অল্প কমতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়।
সারাদেশে রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ জলপথে পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও উল্লেখ করা হয় পূর্বাভাসে।
দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ বজায় থাকারও সম্ভাবনা রয়েছে।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বরিশালে ৯ ডিগ্রি সেলসিয়াস।