তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার পূর্বাভাসে রাজশাহীতে কাল–পরশু স্কুল বন্ধ
তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার পূর্বাভাসের কারণে আগামীকাল ও পরশু রাজশাহী জেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শনিবার (২০ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ড. শরমিন ফেরদৌস চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
'মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগামী রবি ও সোমবার (২১ ও ২২ জানুয়ারি) রাজশাহী জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে বিধায় এ দুইদিন রাজশাহী জেলার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো,' উল্লেখ করা হয় চিঠিতে।
ড. শরমিন ফেরদৌস চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাউশির নিদের্শনা রয়েছে স্কুল বন্ধ রাখার। সেই অনুযায়ী এই নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে এলে আবার মঙ্গলবার থেকে যথারীতি ক্লাস চলবে।'
এদিকে আবহাওয়া প্রতিকূলে থাকায় জেলার সব প্রাথমিক স্কুল আগামীকাল রোববার বন্ধ থাকবে বলে জানিয়েছেন রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম। তিনি বলেন, 'তাপমাত্রা যদি রোববারে ১০ ডিগ্রির নিচে থাকে, তাহলে সোমবারে স্কুল বন্ধ থাকবে কি না তা নতুনভাবে ঘোষণা দিয়ে জানানো হবে।'
ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বর্তমানে রাজশাহীতে জনজীবন বিপর্যস্ত। জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শনিবারও রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে গত ১৬ জানুয়ারি (মঙ্গলবার) এক বিজ্ঞপ্তিতে মাউশি জানিয়েছিল, যেসব জেলায় দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে, সেসব জেলায় মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখবে প্রশাসন।
'দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে' বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছিল এটি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, 'যে সকল জেলায় দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে (সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণক অনুযায়ী) নেমে যাবে, সেখানকার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ রাখা হবে।'
মাউশি আরও জানায়, অধিদপ্তরের আঞ্চলিক উপ-পরিচালকেরা সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে না ওঠা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ রাখার নির্দেশনা দেবেন।