প্রথম ইতালিয়ান হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জিতে সিনারের ইতিহাস
ইতিহাস গড়লেন ইয়ানিক সিনার, প্রথম ইতালিয়ান হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন ২২ বছর বয়সী এই তরুণ টেনিস তারকা। সিনারের ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপাও এটিই।
তিনবার ফাইনাল খেলেও অস্ট্রেলিয়ান ওপেন জেতার স্বপ্ন পূরণ হলো না দানিল মেদভেদেভের। রুশ তারকাকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপা জিতে নিয়েছেন ইয়ানিক সিনার। দুর্দান্তভাবে ফিরে এসে মেদভেদেভকে ৩-২ সেটে হারিয়েছেন চতুর্থ বাছাই ইতালিয়ান সিনার।
প্রথম দুই সেট অনায়াসে জিতে দুইবার রানার্সআপ হওয়ার কষ্ট ভোলার মঞ্চ প্রস্তুত করে রেখেছিলেন মেদভেদেভ। কিন্তু রাশিয়ান এই তারকাকে পরের তিন সেটেই উড়িয়ে দেন সিনার। অসাধারণ এক প্রত্যাবর্তনের গল্প লিখে ৩-৬, ৩-৬, ৬-৪, ৬-৪ ও ৬-৩ গেইমের ব্যবধানে জেতেন ২২ বছর বয়সী এই ইতালিয়ান।
সেমি-ফাইনালে ফেভারিট নোভাক জোকোভিচকে ৩-১ সেটের ব্যবধানে হারিয়েছিলেন সিনার। তার সেই জয় যে 'ফ্লুক' ছিল না সেটি চ্যাম্পিয়নের মতো খেলে প্রমাণ করলেন ইতিহাস গড়া এই ইতালিয়ান। প্রথম গ্র্যান্ডস্লাম জিতেই অবশ্য টেনিসের 'বিগ থ্রি'র পাশে বসেছেন সিনার।
২০০০ সালের পর বয়স ২৩ বছর হওয়ার আগেই চতুর্থ খেলোয়াড় হিসেবে তিনি জিতলেন অস্ট্রেলিয়ান ওপেন। এই কীর্তি আগে ছিল রজার ফেদেরার, নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদালের।