হায়দরাবাদ টেস্ট হেরে বাংলাদেশের নিচে নেমে গেল ভারত
হায়দরাবাদ টেস্টে ইংল্যান্ডের কাছে হেরে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে স্বাগতিক ভারত। হারের সঙ্গে আরেকটি জায়গায়ও পেছনে পড়েছে রোহিত শর্মার দল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এখন বাংলাদেশেরও নিচে ভারত!
ইংল্যান্ডের কাছে ২৮ রানে হেরেছে ভারত। ফেভারিট হিসেবে সিরিজ শুরু করা স্বাগতিকদের জন্য যা বড় ধাক্কাই। এই ম্যাচ হারের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতের অবস্থান এখন পঞ্চম।
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলে এই ম্যাচের আগে দুই নাম্বারে ছিল ভারত। সেখান থেকে পাঁচ নাম্বারে নেমে গেছে তারা। ভারতের পয়েন্ট ৫৪.১৬ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৪৩.৩৩। দুই, তিন ও চারে থাকা দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া প্রত্যেকেরই ৫০ শতাংশ করে পয়েন্ট রয়েছে।
গত বছরের নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার মধ্য দিয়ে এবারের চক্র শুরু করেছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সেই সিরিজ শেষ হয়েছিল ১-১ সমতায়। বাংলাদেশেরও পয়েন্ট ৫০ শতাংশ।
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১০ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। যার মধ্যে ইংল্যান্ডে গত বছরের জুন-জুলাইয়ে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ খেলে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। দ্বিতীয় সর্বোচ্চ ছয়টি ম্যাচ খেলেছে ইংল্যান্ড। ভারত-পাকিস্তান দুই দলই খেলেছে পাঁচটি করে ম্যাচ। দক্ষিণ আফ্রিকা এবারের চক্রে খেলেছে মাত্র দুটি ম্যাচ।