মিয়ানমার সীমান্তে আমাদের বাহিনী সতর্ক রয়েছে: হাছান মাহমুদ
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সোমবার (২৯ জানুয়ারি) বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সম্প্রতি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং সরকারি বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হয়ে ওঠার পরিস্থিতি বাংলাদেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
তিনি বলেন, 'অবশ্যই, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি .. আমাদের সীমান্তরক্ষী বাহিনী সেখানে সতর্ক রয়েছে। আমরা মিয়ানমার সরকারের সঙ্গেও এ বিষয়ে যোগাযোগ রাখছি।'
রাখাইন থেকে কক্সবাজার এলাকায় ১৩টি মর্টার শেল পড়ার পর ঢাকার অবস্থান জানতে চাইলে মন্ত্রী বলেন, 'মিয়ানমার সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষের কারণে সীমান্তের ওপার থেকে এসব মর্টার শেল বাংলাদেশ সীমান্তে এসে পড়েছে।'
তিনি বলেন, 'এই সংঘাতের মর্টার শেল যাতে আর আমাদের সীমান্তে এসে না পড়ে এ বিষয়ে নজর রাখছি। আমরা সতর্ক আছি।'
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের বাস্তুচ্যুত কোনো নাগরিক অনুপ্রবেশের খবর পাওয়া যায়নি।
রাখাইন রাজ্যে চলমান সংঘাত তীব্র আকার ধারণ করায় কক্সবাজারে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কক্সবাজারে ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের সময় ১৩টি মর্টার শেল ও একটি গুলি বাংলাদেশে এসে পড়েছে।
কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম চৌধুরীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবি তাৎক্ষণিক মিয়ানমার বর্ডার গার্ড পুলিশকে (বিজিপি) চিঠি দিয়েছে।