ঢাকা দক্ষিণে বিএনপির মিছিলে বাধা, আটক ৩০: গয়েশ্বর
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকায় বিএনপিকে আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) কালো পতাকা মিছিল বের করতে পুলিশ বাধা দেয় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মতিঝিলের পীর জঙ্গী মাজারের সামনে জড়ো হওয়া বিএনপি নেতাকর্মীদের মিছিলে বাধা দেওয়ার পর গয়েশ্বর গণমাধ্যমের সঙ্গে এদিন কথা বলেন।
সংসদ বিলুপ্ত করে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ পুনঃনির্বাচনের দাবিতে কালো পতাকা হাতে আজ দেশব্যাপী মিছিল করেছে বিএনপি।
দয়াগঞ্জে দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন বিএনপির সমর্থকেরা।
তবে কিছুদূর যাওয়ার পর পুলিশ পেছন থেকে লাঠিচার্জ করে মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেয়। মিছিল থেকে পুলিশ আট নেতাকর্মীকে আটক করেছে বলে দাবি করেন ইশরাক।
এছাড়া আজিমপুর বটতলায় কালো পতাকা মিছিলের প্রস্তুতিকালে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার অভিযোগ উঠেছে।
সমাবেশ থেকে পুলিশ চকবাজার থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রনিসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা।
এদিকে বিজয়নগর এলাকায় কালো পতাকা মিছিল বের করার পর পুলিশ দলের পাঁচ সদস্যকে আটক করেছে বলেও দাবি করেছে বিএনপি।