সাকিবকে সরিয়ে তিন ফরম্যাটেই শান্তকে অধিনায়ক করল বিসিবি
আগে থেকেই টেস্ট ও টি-টোয়েন্টির নেতৃত্বে ছিলেন সাকিব আল হাসান। গত বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের আগে পান ওয়ানডের নেতৃত্বও। কিন্তু তিন ফরম্যাটেই অধিনায়কত্ব করতে চান না অভিজ্ঞ এই ক্রিকেটার। এ ছাড়া সংসদ সদস্য হওয়ায় দায়িত্বও বেড়েছে তার। সব মিলিয়ে অনেকদিন ধরেই আলোচনা ছিল বাংলাদেশ দলের অধিনায়কত্ব নিয়ে।
সেটার উত্তর মিললো সোমবার বিসিবির বোর্ড সভা শেষে। সাকিবকে সরিয়ে তিন ফরম্যাটেরই অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। বিসিবি কার্যালয়ে কয়েক ঘণ্টা ধরে চলা বোর্ড সভা শেষে এই ঘোষণা দেন যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নিয়মিত অধিনায়ক সাকিবের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
নতুন অধিনায়কের ঘোষণায় বিসিবি সভাপতি বলেন, 'সভায় অধিনায়কত্ব নিয়ে সময়টা বেশি গেছে। এক বছরের জন্য আমরা নাজমুল হোসেন শান্তকে তিন ফরম্যাটেই অধিনায়ক করেছি। সহ-অধিনায়কও প্রায় নিশ্চিত হয়ে গেছে। তবে এটা নির্ভর করছে কোন সিরিজে কে অ্যাভেইলেবল আছে। এ কারণে আমরা একটু সময় নিচ্ছি।'
'সহ-অধিনায়ক থাকবে, কিন্তু আপাতত সিরিজভিত্তিক। সব সিরিজে সব খেলোয়াড় থাকবে কিনা, আমরা নিশ্চিত নই। কেউ হয়তো টেস্ট, কেউ হয়তো ওয়ানডে আবার কেউ হয়তো টি-টোয়েন্টিতে থাকবে না। আমরা মোটামুটি নির্বাচন করে ফেলেছি। কিন্তু কে কোন সিরিজ থাকবে, সেই হিসেবে সিদ্ধান্ত হবে। এটা ঘোষণা করতে আমরা একটু সময় নিচ্ছি।' যোগ করেন তিনি।
তিন ফরম্যাটেই অধিনায়কের দায়িত্ব পালন করে আসা সাকিবের সঙ্গে আলোচনার বিষয়ে নাজমুল হাসান বলেন, 'সাকিবের সঙ্গে গতকাল কথা হয়েছে। ওর চোখের সমস্যা এখনও যায়নি। ওর অ্যাভেইলেবেলিটি নিয়ে আমরা নিশ্চিত নই। অধিনায়ক হিসেবে ও অবশ্যই আমাদের প্রথম পছন্দ। কিন্তু ওকে নিয়ে যেহেতু অনিশ্চয়তা আছে, তাই আমরা শান্তকে অধিনায়ক করেছি। যেহেতু এ বছর বিশ্বকাপ আছে।'
সাকিবের চোটে গত বিশ্বকাপেই দুটি ম্যাচে অধিনায়ক করেন শান্ত। এরপর দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্টে নেতৃত্ব দেন বাঁহাতি এই ওপেনার। সব মিলিয়ে এখন পর্যন্ত ২টি টেস্ট, ৬টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন শান্ত।