রাখাইনে প্রতিরক্ষামূলক অবস্থানে এখন মিয়ানমারের সামরিক বাহিনী: ব্রাদারহুড অ্যালায়েন্স
ব্রাদারহুড অ্যালায়েন্স জানিয়েছে, রাখাইন রাজ্যে প্রতিরক্ষামূলক অবস্থান নিয়েছে দেশটির সামরিক বাহিনী।
আরাকান আর্মি তিনটি উপকূলীয় টাউনশিপ মংডু, রামরি এবং রাথেডাংতে জান্তা লক্ষ্যবস্তুতে আক্রমণ বাড়ানোর পর রাখাইন রাজ্যে যুদ্ধ তীব্রতর হচ্ছে। আরাকান আর্মি এই ব্রাদারহুড অ্যালায়েন্সের অন্তর্ভুক্ত।
সামরিক বাহিনী বোমা হামলা করে তিনটি টাউনশিপে তাদের অবশিষ্ট মিলিটারি বেসকে রক্ষা করার চেষ্টা করছে। সেনা, নৌ ও বিমান বাহিনী একসাথে বোমা হামলা অভিযান সমন্বয় করছে।
আরাকান আর্মি জানিয়েছে, জান্তারা পদত্যাগ করার আগ পর্যন্ত তারা জান্তা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে থাকবে।
জান্তা বাহিনী স্থল, সমুদ্র এবং আকাশ থেকে রামরি শহরে বোমা হামলা করে যাচ্ছে যেটি আরকান আর্মিদের মতে মিয়ানমারের পশ্চিমের রাজ্যগুলোর মধ্যে সর্বাধিক বোমা হামলার শিকার।
রাজ্যের উত্তরে জান্তার সামরিক বাহিনী বিমান হামলার পরিমাণ বাড়িয়েছে এবং স্থল ও সমুদ্র থেকে রাথেডাং শহরে হামলা চালাচ্ছে। রাজ্যে দ্বিতীয় সর্বোচ্চ বোমা হামলার শিকার হওয়া শহর এটি।
এদিকে বৃহস্পতিবার রাথেডাং টাউনশিপে জান্তা বাহিনী এবং আরাকান আর্মির মধ্যে তুমুল লড়াই হয়েছে। একই দিনে সকাল ৬ টা ২০ মিনিটে মংডু টাউনশিপের একই নামের একটি গ্রামের কাছে জান্তার বাওধি কোন ফাঁড়িতেও আরাকান আর্মি হামলা চালিয়েছে। এই ফাঁড়িটি মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের অধীনে ছিল।
২০২১ সালের পহেলা ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতাচ্যুত ও কারাবন্দি করে সামরিক বাহিনী। এরপরে বর্তমানেই তাঁরা সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে রয়েছে।
এদিকে আরাকান আর্মি দুই উচ্চপদস্থ জান্তা সামরিক অফিসারকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে চিকিৎসা সেবা প্রদান করেছে।
আরাকান আর্মি ১৬ জানুয়ারি কিয়াকটো টাউনশিপ ভিত্তিক ৯ নং মিলিটারি অপারেশন কমান্ডের (এমওসি) অধীনে জান্তার ৩ নং ট্যাকটিক্যাল অপারেশন কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নি নি উইনকে বন্দী করে।
রিপোর্ট বলছে, জান্তার সামরিক বাহিনী রাখাইন রাজ্যে বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালাচ্ছে।
উত্তরাঞ্চলীয় শান রাজ্যে জান্তার সামরিক বাহিনীকে কোণঠাসা করার পর আরাকান আর্মি রাখাইন রাজ্যে একই কাজ করেছে।
তারা ১৩ নভেম্বর থেকে ১৭০টির বেশি জান্তা ঘাঁটি এবং ফাঁড়ি দখল করেছে। একই সাথে রাখাইন রাজ্যের ছয়টি শহর পাউকটো, কিয়াকটো, মিনবায়া, ম্রাউক-ঊ, তাংপিওলেটো এবং মায়াবোন সহ চিন রাজ্যের শহর পালেটোতে আরাকান আর্মি জান্তা ঘাঁটি এবং ফাঁড়ি দখল করেছে।