গাড়িচাপায় বৃদ্ধকে হত্যার অভিযোগে গ্রেপ্তার কুশল মেন্ডিস
শ্রীলঙ্কার ক্রিকেটে ভালো কোনো খবর নেই। যা আলোচনা, সব নেতিবাচক বিষয়ে। কিছুদিন আগে হেরোইনসহ গ্রেপ্তার হয়েছিলেন পেসার শেহান মাদুশঙ্কা। গত মাস ধরে চলেছে ২০১১ বিশ্বকাপ ফাইনাল পাতানোর অভিযোগের বিষয়টি, চলছে এখনও। এবার গ্রেপ্তার হলেন ব্যাটসম্যান কুশল মেন্ডিস।
রোববার সকালে তাকে গ্রেপ্তার করেছে লঙ্কান পুলিশ। শ্রীলঙ্কার পুলিশ জানিয়েছে, গাড়িচাপায় এক বৃদ্ধকে হত্যা করার অভিযোগে লঙ্কান ডানহাতি এই ব্যাটসম্যানকে গ্রেপ্তার করেছে তারা।
রোববার ভোরে কলম্বোর কাছে পানাদুরা নামের এক জায়গায় দুর্ঘটনার কবলে পড়েন কুশল মেন্ডিস। তার গাড়ি গিয়ে আঘাত হানে একটি বাইসাইকেলে। ২৫ বছর বয়সী কুশল মেন্ডিসের গাড়ির আঘাতে ঘটনাস্থলেই মারা যান সাইকেল চালানো ৭৪ বছর বয়সী সেই বৃদ্ধ।
কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। এ নিয়ে তদন্ত চালাচ্ছে শ্রীলঙ্কা পুলিশ। লঙ্কান পুলিশ জানিয়েছে, রোববারই আদালতে হাজির করা হবে কুশল মেন্ডিসকে।
২০১৫ সালে শ্রীলঙ্কা দলে অভিষেক হয় কুশল মেন্ডিসের। সুযোগ পাওয়ার পর থেকে জাতীয় দলে নিয়মিত খেলে এসেছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। শ্রীলঙ্কার হয়ে ৪৪টি টেস্ট, ৭৬টি ওয়ানডে এবং ২৬টি টি-টোয়েন্টি খেলেছেন কুশল মেন্ডিস। তিন ফরম্যাট মিলিয়ে ৫ হাজার ৬৪৬ রান করেছেন তিনি। টেস্টে ৭টি এবং ওয়ানডেতে ২টি সেঞ্চুরি আছে তার নামের পাশে।