শামীম ঝড়ে তামিমের বরিশালকে মাঝারি লক্ষ্য দিল সাকিবরা
ফাইনালে ওঠার লড়াই, এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিং অর্ডার ওলট-পালট করে ফেললো রংপুর রাইডার্স। প্রথম কোয়ালিফায়ারে শামীম হোসেন পাটোয়ারীকে ইনিংস উদ্বোধন করতে নামানো দলটি আজ রনি তালুকাদারের সঙ্গী হিসেবে পাঠায় শেখ মেহেদি হাসানকে। উপরে আনা হয় জিমি নিশামকেও। এই পরিবর্তনই যেন কাল হলো রংপুরের। ব্যাটিং ব্যর্থতায় ফরচুন বরিশালের বিপক্ষে বড় সংগ্রহ গড়া হলো না লিগ পর্বে দুর্বার ছন্দে থাকা রংপুর।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৭ উইকেটে ১৪৯ রান তুলেছে সাকিব আল হাসান, নুরুল হাসান সোহানদের দল। মোহাম্মদ সাইফউদ্দিন, জেমস ফুলারদের দারুণ বোলিংয়ে দিক হারানো রংপুর প্রায় পুরো ইনিংসজুড়ে ধোঁকে। শেষ দিকে তাদের ইনিংসে প্রাণ ফেরান খুনে ব্যাটিংয়ে ২০ বলে হাফ সেঞ্চুরি করা শামীম হোসেন পাটোয়ারী।
বাঁহাতি এই ব্যাটসম্যানের ব্যাটেই মূলত লড়াই করার পুঁজি মেলে রংপুরের। আবু হায়দার রনিকে সঙ্গে নিয়ে অষ্টম উইকেটে ৭২ রানের জুটি গড়েন এবারের বিপিএলের অন্যতম সেরা ইনিংস খেলা শামীম। জুটির ৭২ রানের মধ্যে ৫৮ রানই করেন শামীম। তার ঝড় তোলা ব্যাটিংয়ে শেষ চার ওভার থেকে ৬০ রান পায় রংপুর। বরিশালের পেসার ওবেদ ম্যাকয়ের করা ইনিংসের ১৯তম ওভার থেকে ২৬ রান তোলেন শামীম, মারেন ৩টি ছক্কা ও ২টি চার।
টস হেরে আগে ব্যাটিং করতে নামা রংপুর দ্বিতীয় ওভারেই উইকেট হারায়। রান তুলতে সংগ্রাম করতে থাকা শেখ মেহেদিকে ফিরিয়ে দেন বরিশালের পেসার সাইফউদ্দিন। ৫ বলে ২ রান করে উইকেট পেছনে ক্যাচ দেন এই অলরাউন্ডার। এই ওভারেই রংপুরের বিপদ বাড়ান সাইফউদ্দিন। শেষ বলে তুলে নেন সাকিব আল হাসানের উইকেটও। দুই ওভারে দুই উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া রংপুর রান তুলতে রীতিমতো হিমশিম খেতে থাকে।
দেখেশুনে খেলেও কাজ হয়নি, ৪.৪ ওভারে রনি তালুকদারকে সাজঘর দেখিয়ে দেন ক্যারিবীয় অলরাউন্ডার কাইল মেয়ার্স। ১২ বলে ৮ রান করেন রনি। চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন চারে নামা জিমি নিশাম ও নিকোলাস পুরান। কিন্তু এই জুটিও পারেনি দলের দুঃসময়কে পেছনে ফেলতে। ২৬ বলে ৩০ রানের জুটি গড়ার পর ছক্কা মারতে গিয়ে আউট হন ১২ বলে মাত্র ৩ রান করা পুরান। ৯ ওভারে ৪ উইকেটে রংপুরের রান তখন ৪৮।
পরের বলে নিশামকে ফেরান ফুলার। ইংলিশ এই পেসারের বলে উইকেটের পেছনে ধরা পড়া নিউজিল্যান্ড অলরাউন্ডার ২২ বলে ৪টি চারে ২৮ রান করেন। মোহাম্মদ নবী ১২ রান করে ফেরার পর সোহানের সঙ্গে যোগ শামীম। যদিও সোহান এরপর বেশি সময় টিকতে পারেননি রংপুর অধিনায়ক। ১৭ বলে একটি চারে ১৪ রান করে থামেন তিনি।
বাকিটা সময় চলে কেবলই শামীমের ব্যাটিং শো। সামনে-পেছনে, ডানে কিংবা বামে; তিনি যেখানে যে শট খেলেছেন, সেটাই ব্যাটে বলে হয়েছে। রংপুরের ইনিংসের চেহারা পাল্টে দেওয়া শামীম ২৪ বলে ৫টি করে চার ও ছক্কায় হার না মানা ৫৯ রানের দুর্বার ইনিংস খেলেন। আবু হায়দার ৯ বলে একটি ছক্কায় অপরাজিত ১২ রান করেন। বরিশালের ফুলার ৩টি ও সাইফউদ্দিন ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান কাইল মেয়ার্স ও মেহেদী হাসান মিরাজ।