সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রথম ম্যাচেও টস জিতে ফিল্ডিং করেছিল বাংলাদেশ।
এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে আজ জয়ের বিকল্প নেই নাজমুল হাসান শান্তর দলের সামনে। অপরদিকে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের জন্য খেলতে নামবে লঙ্কানরা। তাদের একাদশে আছে একটি পরিবর্তন।
বাংলাদেশ একাদশঃ
নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান, জাকের আলি অনিক, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশঃ
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিকরামা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, মাহিশ ঠিকাসেনা, দিলশান মাদুশাঙ্কা, বিনুরা ফার্নান্দো, মাথিশা পাথিরানা।