সিরিজে ফিরতে বাংলাদেশকে করতে হবে ১৬৬
সিরিজ বাঁচানোর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিং করে সফরকারীদের ১৬৫ রানে থামিয়েছে বাংলাদেশ। সিলেটে আজ প্রথম টি-টোয়েন্টির মতো সহজে রান তুলতে পারেনি লঙ্কানরা। সমতা ফেরাতে ১৬৬ রান করতে হবে নাজমুল হাসান শান্তর দলকে।
প্রথম ম্যাচে ডেথ ওভারে বাজে বোলিংয়ের মাশুল গুনতে হয়েছিল বাংলাদেশকে। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষদিকে শ্রীলঙ্কার রানের গতি বাড়তে দেননি শরিফুল-তাসকিনরা।
অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নেমে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত। প্রথম ম্যাচের মতোই আজও তেমন কিছু না করেই ফিরে যান লঙ্কান ওপেনার আভিষ্কা ফার্নান্দো। দ্বিতীয় উইকেটে ৬৬ রান যোগ করেন দুই মেন্ডিস- কামিন্দু ও কুশল। ২২ বলে ৩৬ করা কুশল যখন আগের ম্যাচের মতো ভয়ংকর হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছিলেন তখন তাকে লিটনের ক্যাচ বানিয়ে ফেরান সৌম্য সরকার।
কামিন্দু মেন্ডিস রানআউট হন ২৭ বলে ৩৭ রান করে। এরপর অধিনায়ক চারিথ আসালাঙ্কাও ঝড় তোলার চেষ্টা করেন। এক চার ও তিন ছয়ে ১৪ বলে ২৮ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। শেষদিকে অ্যাঞ্জেলো ম্যাথুস ২১ বলে চার চারে ৩২ রান করে শ্রীলঙ্কার রান ১৬০ পার করেন।
বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন তাসকিন, মুস্তাফিজ, সৌম্য ও মেহেদি। কোনো উইকেট না পেলেও চার ওভারে মাত্র ২০ রান দিয়েছেন শরিফুল ইসলাম, যার মধ্যে ইনিংসের প্রথম ওভারে কোনো রান দেননি তিনি।