বিজ্ঞানী এলেনা জুকোভার সাথে বাগদান সেরেছেন মিডিয়া টাইকুন রুপার্ট মারডক
আবারও বিয়ের পিড়িতে বসছেন মিডিয়া মোগল রুপার্ট মারডক। এবার পাত্রী প্রেমিকা এলেনা জুকোভা। এলেনার সাথে তার বাগদান সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছে তার দল।
৬৭ বছর বয়সী রুশ মলিক্যুলার বায়োলজিস্ট এলেনা জুকোভার সঙ্গে বেশ কয়েক মাস ধরে প্রেম করছিলেন ৯২ বছর বয়সী এই তারকা। আশা করা হচ্ছে চলতি বছর ক্যালিফোর্নিয়ায় মোরাগা ভিনেয়ার্ড ও এস্টেটে তাদের বিয়ে অনুষ্ঠিত হবে।
এ নিয়ে এটি মারডকের ষষ্ঠ বাগদান। এর আগের বাগদান বিয়ে পর্যন্ত গড়ায় নি। ২০২৩ সালের এপ্রিলে সাবেক পুলিশ কর্মকর্তা চ্যাপেলিন অ্যান লেসলি স্মিথের সঙ্গে বাগদানের কিছু দিন পরই বিচ্ছেদ ঘটে তাদের, এর পরপরই জুকোভার সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যায়।
তার সাবেক স্ত্রী চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি দেংয়ের আয়োজিত একটি পার্টিতে তাদের পরিচয় হয় বলে জানা গেছে।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, আগামী জুনে বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে এবং এরই মধ্যে সকলকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
মারডকের সাবেক স্ত্রীরা হলেন অস্ট্রেলিয়ান ফ্লাইট অ্যাটেনডেন্ট প্যাট্রিসিয়া বুকার, স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক আনা মান, মিজ ডেং এবং মার্কিন মডেল ও অভিনেত্রী জেরি হল।
জুকোভা এর আগে রাশিয়ার তেল ধনকুবের আলেকজান্ডার ঝুকভকে বিয়ে করেছিলেন। তাদের মেয়ে দাশা জুকোভা, পেশায় একজন সমাজকর্মী এবং ব্যবসায়ী। রাশিয়ান অলিগার্ক রোমান আব্রামোভিচের সাথে ২০১৭ সাল পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন তিনি।
রুপার্ট মারডক ১৯৫০-এর দশকে অস্ট্রেলিয়ায় তার কর্মজীবন শুরু করেন। ১৯৬৯ সালে যুক্তরাজ্যের নিউজ অফ দ্য ওয়ার্ল্ড এবং দ্য সান সংবাদপত্র কিনে নেন তিনি। পরে তিনি নিউইয়র্ক পোস্ট এবং ওয়াল স্ট্রিট জার্নালসহ বেশ কয়েকটি মার্কিন প্রকাশনাও কিনে নেন। আর ১৯৯৬ সালে তিনি ফক্স নিউজ চালু করেন, যা এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি দেখা টিভি নিউজ চ্যানেল।
২০১৩ সালে প্রতিষ্ঠিত নিউজ কর্পোরেশনের মাধ্যমে মারডক স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন স্তরের অসংখ্য মিডিয়া আউটলেটে মালিকানার অংশীদারিত্ব অব্যাহত রেখেছেন।
তবে ক্যারিয়ারজুড়ে নানা বিতর্কের মুখোমুখি হয়েছেন তিনি। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল যুক্তরাজ্যের ফোন হ্যাকিং কেলেঙ্কারি। এই কেলেঙ্কারিতে প্রকাশিত হয়েছিল যে মারডকের নিউজ কর্পের মালিকানাধীন সংবাদপত্র নিউজ অফ দ্য ওয়ার্ল্ডের সাংবাদিকরা খুন হওয়া স্কুলছাত্রী মিলি ডাউলারের ভয়েসমেইল অবৈধভাবে শুনেছিল। খবরটি ছড়িয়ে পড়ার পর জনসাধারণের ভেতরে ক্ষোভ তৈরি হয় এবং মারডকের মিডিয়া সাম্রাজ্যের জন্য নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়।
গত বছর ফক্স ও নিউজ কর্পের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান মারডক, তার ছেলে লাচলানের কাছে সকল নিয়ন্ত্রণ হস্তান্তর করেন। পরে ফক্স এবং নিউজ কর্পোরেশন উভয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইমেরিটাস উপাধি গ্রহণ করেন তিনি।
এদিকে নিউ ইয়র্ক টাইমস বলছে, জুকোভার সঙ্গে মারডকের বিয়ে তার ব্যবসায় কোনো প্রভাব ফেলবে না, কারণ তার চার বড় সন্তান একটি ট্রাস্টের মাধ্যমে এগুলো পরিচালনা করেন।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন