জামায় লাল পিন, গাজায় যুদ্ধবিরতির আহ্বানে অস্কারে ব্যতিক্রমী উদ্যোগ তারকাদের
বাংলাদেশ সময় আজ সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে শুরু হয় অস্কারের ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসর।
অনুষ্ঠানে দেখা মেলে মার্কিন গায়িকা বিলি আইলিশ ও অভিনেতা মার্ক রাফালোর মতো তারকাদের। তাদের অনেকের জামায় লাগানো ছিল লালরঙা একটি পিন।
এ ধরনের জমকালো আসর থেকে কোনো বিষয়ে তারকাদের সমর্থন বা সংহতি জানানোর বিষয়টি নতুন নয়। এর আগেও তারা এমন বড় বড় আসর থেকে কোনো বিষয়ে নিজেদের অবস্থান বা মতামত তুলে ধরতে হলুদ ও নীল ফিতা প্রদর্শনের মতো আরও অনেক কিছুই করেছেন। তবে এবার তারা জামায় যেই পিন পরে অনুষ্ঠানে হাজির হয়েছেন, সেটির অর্থ কী? কেনই বা তারা জামায় পিনটি লাগিয়েছেন?
পরে অবশ্য এর কারণ জানা গেল। বিশ্ব চলচ্চিত্রের জমকালো এই আসর থেকে ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির আহ্বান জানাতেই তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ।
তারকারা লাল রঙের যেই পিন পরে আসরে উপস্থিত হয়েছিলেন, সেটির মাঝখানে রয়েছে লাল রঙেরই একটি হাত। সেই হাতে আঁকানো কালো রঙের একটি হার্ট (লাভ চিহ্ন)।
এই উদ্যোগের পেছনে রয়েছেন একদল সেলিব্রেটি ও বিনোদন জগতের সদস্যদের দল আর্টিস্টস৪সিজফায়ার। এর আগে তারা যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে খোলা চিঠিতে স্বাক্ষরও করেছিলেন।
স্বাক্ষর করা ব্যক্তিদের মধ্যে ছিলেন মার্কিন অভিনয়শিল্পী ব্র্যাডলি কুপার ও আমেরিকা ফেরেরার মতো তারকারা। আরও ছিলেন অস্ট্রেলীয় অভিনেত্রী ও নাট্য নির্দেশক কেট ব্ল্যানচেট, মার্কিন অভিনেত্রী জেনিফার লোপেজ ও কানাডীয় র্যাপার, গায়ক ও গীতিকার ড্রেক।
এক বিবৃতিতে আর্টিস্টস৪সিজফায়ারের পক্ষ থেকে বলা হয়, 'পিনটি অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতি, সব জিম্মির মুক্তি এবং গাজার বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তার জরুরি সরবরাহের জন্য সম্মিলিত সমর্থনেরই প্রতীক।'
পিন পরিহিত তারকাদের মধ্যে আরও ছিলেন মার্কিন চলচ্চিত্র নির্মাতা আভা ডুভারনে, অভিনেতা ও র্যাপার মাহারশালা আলি, কৌতুক অভিনেতা রামি ইউসেফ, মডেল ও অভিনেত্রী কুয়ানা চাসিংহোর্স।
অনুষ্ঠানের ফাঁকে এক সাক্ষাৎকারে রামি ইউসেফ জানালেন, তিনি শান্তির আশা করেন। বলেন, 'আমাদের মধ্যে একটি অংশ ইতোমধ্যেই যুদ্ধবিরতির আশা করেছিলাম। কিন্তু এখনও তা হয়নি।'
তিনি আরও বলেন, 'এটা রাজনীতি কিংবা প্রতিশোধের বিষয় নয়। এটি কেবল একটি সাধারণ আবেদন, চলুন আমরা শিশুদের হত্যা করা বন্ধ করি।'
জানুয়ারিতে গোল্ডেন গ্লোব পুরস্কারের অনুষ্ঠানেও সেরা টিভি সিরিজ ড্রামা সাকসেশনের অভিনয়শিল্পী জে. স্মিথ-ক্যামেরনের মতো আরও অনেক তারকাই হামাসের হাতে জিম্মিদের প্রতি সংহতি জানাতে হলুদ রঙের ফিতা পরেছিলেন।
গত মাসে গ্র্যামি অ্যাওয়ার্ডে ইন্ডি রক ট্রায়ো বয়জিনিয়াসের সদস্যরা তাদের সাদা থম ব্রাউন স্যুটের ল্যাপেলে (কোটের কলারের ভাঁজ করা অংশ) পিনগুগুলো প্রদর্শন করেছিলেন। ঠিক এর পরই স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডে জামার ওপর পিন পরে লাল গালিচায় হাজির হয়েছিলেন মার্কিন অভিনেতা টনি শালহৌব।
গত মাসে ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডসেও জামায় লালরঙা এই পিন প্রদর্শন করতে দেখা যায় হলিউড অভিনেতা রাফালোকে।
সে সময় তিনি বলেছিলেন, 'আমরা শান্তির পথে বোমা ফেলতে যাচ্ছি না এবং আমরা যা বলছি তা হলো, যুদ্ধবিরতির সুযোগ দিতে দোষের কি?'
গত বছরের অস্কার অনুষ্ঠানে শরণার্থীদের প্রতি সমর্থন জানাতে নীল ফিতার ব্যবহার দেখা গিয়েছিল।
যৌন হয়রানির শিকার নারীদের প্রতি সংহতি জানাতে ২০১৮ সালের গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডে হলিউডের নারীরা কালো পোশাক পরেছিলেন।
এছাড়াও ২০২০ সালের অস্কার অনুষ্ঠানে ইসরায়েলি-মার্কিন অভিনেত্রী নাটালি পোর্টম্যান নারী পরিচালকদের নাম যুক্ত এমব্রয়ডারি করা একটি কেপ (জামাবিশেষ) পরে হাজির হয়েছিলেন।
অনুবাদ: রেদওয়ানুল হক