গাজায় ইসরায়েলি বোমা হামলায় ফিলিস্তিনি ফুটবলার নিহত
ইসরায়েলের করা বোমাবর্ষণে নিহত হয়েছেন ফিলিস্তিনি ফুটবলার মোহামেদ বারাকাত। গাজায় বারাকাতের বাড়ির ওপর বোমা হামলা হলে নিহত হন তিনি।
সোমবার প্রথম রোজার দিনে বারাকাতের বাড়িতে আঘাত হানে ইসরায়েলি বোমা। ফিলিস্তিন জাতীয় দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন এই ফুটবলার। ঘরোয়া লিগের আহলি গাজা ফুটবল ক্লাবের হয়ে খেলতেন বারাকাত।
৩৯ বছর বয়সী এই ফুটবলার তার ক্লাবের হয়ে ১১৪টি গোল করেছেন। তিনিই প্রথম ফুটবলার যিনি গাজাভিত্তিক কোনো ক্লাবের হয়ে ১০০টি গোল করার কৃতিত্ব দেখিয়েছেন। শুধু বারাকাতই নন, ইসরায়েলের করা বোমা হামলায় মারা গেছেন গাজার আরও কৃতি ক্রীড়াবিদরা।
বাস্কেটবল খেলোয়াড় আল-ব্রেইজ, বাসিম-আল নাবহিন, ফুটবলার রাশিদ দাবুর এবং ফিলিস্তিন জাতীয় দলের আরেক ফুটবলার আহমাদ আওয়াদ, তারা সবাই যুদ্ধে নিহত হয়েছেন। সবচেয়ে বড় তারকার নিহত হওয়ার ঘটনাটি ঘটেছে গত জানুয়ারিতে, ফিলিস্তিনের সর্বকালের সেরা ফুটবলারদের একজন এবং অলিম্পিক দলের ম্যানেজার হানি আল-মাসদার গাজায় নিজের বাড়ির কাছে মিসাইল হামলায় নিহত হন।